Advertisement
০২ নভেম্বর ২০২৪
Aishe Ghosh

মিছিলের অনুমতি নেই, ক্ষোভ ঐশীর

শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকায় তাঁর মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। সভা করার অনুমতিও মেলেনি।

দুর্গাপুরে পথসভায় জেএনইউয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। বুধবার। ছবি: বিকাশ মশান

দুর্গাপুরে পথসভায় জেএনইউয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। বুধবার। ছবি: বিকাশ মশান

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৪
Share: Save:

শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকায় তাঁর মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। সভা করার অনুমতিও মেলেনি। তবে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের চণ্ডীদাস বাজারে পথসভা করলেন জেএনইউয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। সভা থেকে নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলনের ডাক দেন তিনি। সভা-মিছিলের অনুমতি না দেওয়ার প্রতিবাদও জানান ওই এসএফআই নেত্রী।

ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমে আক্রান্ত হওয়ার ঘটনার পরে, এ দিনই প্রথম নিজের শহরে আসেন ডিটিপিএস কলোনির বাসিন্দা ঐশী। সন্ধ্যায় শহরে সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছিল সিপিএম। ঐশী ছাড়া, ছিলেন দুর্গাপুর পূর্বের সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায়। ঐশী বলেন, ‘‘বিজেপি এবং আরএসএস-কে প্রত্যাখ্যান করতেই হবে। ধর্মের নামে বিভাজন চলবে না। শাহিন বাগের আন্দোলন নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বিজেপির তরফে। সেখানে সব ধর্মের মহিলারা আন্দোলনে শামিল হয়েছেন।’’

ঐশী দাবি করেন, ‘‘নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশ একজোট হয়েছে। বামেরা বিষয়টি নিয়ে সব থেকে বেশি সরব। সে জন্যই জেএনইউ-তে গুন্ডা পাঠিয়ে হামলা চালানো হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা জেএনইউ-তে ফি বৃদ্ধির প্রতিবাদে লড়াই করেছি। এখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়েও ফি বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। শিক্ষার সুযোগ সবাই যাতে পায়, সে ব্যবস্থা করতে হবে।’’

সিপিএমের অভিযোগ, ঐশীকে নিয়ে এ দিন দুর্গাপুরে মিছিল করার কথা ছিল। কিন্তু শহরে মুখ্যমন্ত্রীর পদযাত্রা কর্মসূচি থাকায় পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। আজ, বৃহস্পতিবার যাদবপুরে তাঁর সভা করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে অভিযোগ ঐশীর। তাঁর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রী সিএএ এবং এনআরসি-র বিরোধিতায় পদযাত্রা করছেন। একই দাবিতে আমাদের মিছিল বন্ধ করা হয় কেন? প্রধানমন্ত্রী যখন রাজ্যে এসেছেন, মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে বৈঠক করেছেন।’’

সিপিএমের মিছিলের অনুমতি না দেওয়া প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা শুধু বলেন, ‘‘রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে যা পদক্ষেপ করা প্রয়োজন ছিল, তা করা হয়েছে।’’ তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রশাসনিক সিদ্ধান্ত। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE