অগ্নিমিত্রা পাল। ছবি: টুইটার থেকে।
ফের কোভিডে আক্রান্ত হলেন অগ্নিমিত্রা পাল। এই নিয়ে তিন বার করোনাভাইরাসে সংক্রমিত হলেন তিনি। বুধবার রাতে টুইট করে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক।
টুইটে অগ্নিমিত্রা লিখেছেন, ‘কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিন্তু ভয়ের কিছু নেই। আমি ভাল আছি। আমি কোভিডের বিধিনিষেধ মেনে চলব। আশা করছি শীঘ্রই কাজে যোগ দেব।’ দ্রুত কোভিড ছড়ানো নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। টুইটে লিখেছেন, ‘কোভিড খুব দ্রুত ছড়াচ্ছে। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। দূরত্ববিধি মেনে চলুন।’ গত তিন দিনে আন্দামানে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরকেও নিভৃতবাসে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।
প্রসঙ্গত অগ্নিমিত্রা প্রথম বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। সে বার আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। ২০২১ সালের মে মাসে বিধানসভা ভোটের ফল প্রকাশের সপ্তাহ দু’য়েক পর দ্বিতীয় বারের জন্য কোভিডে আক্রান্ত হন অগ্নিমিত্রা। সে বার অবশ্য হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি।
I HAVE TESTED COVID POSITIVE
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) January 5, 2022
Third time.
But don’t worry. I am fine.
I will follow COVID GUIDELINES &will join work soon.
COVID is spreading fast so wear mask.use sanitizer.maintain distance.
And people of ANDAMAN who were with me in the last 3 days please QUARANTINE.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy