Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Anubrata Mondal

গরু পাচারের বিপুল টাকা কোথায় গিয়েছে? কেষ্টকে হেফাজতে নিয়ে জেরা করে জানতে চান তদন্তকারীরা

আগামী ১০ তারিখ পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে রাখা যাবে। এই সময় রোজ হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। প্রতি দিন তাঁর আইনজীবীরা আধঘণ্টার জন্য অনুব্রতের সঙ্গে দেখা করতে পারবেন।

Anubrata Mondal

গরু পাচারের বিপুল টাকা কোথায় গেল, তা জানতে দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে ইডি এ বার অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায়। গ্রাফিক: সনৎ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ০৩:১৪
Share: Save:

গরু পাচার মামলায় তাঁকে গত বছরের অগস্টে গ্রেফতার করেছিল সিবিআই। নভেম্বরে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গরু পাচারের বিপুল টাকা কোথায় গেল, তা জানতে দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে ইডি এ বার অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায়। সে কারণেই রাউস অ্যাভিনিউ আদালতের বিচারকের কাছে তাদের আর্জি ছিল, ১৪ দিনের জন্য অনুব্রতকে বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হোক। কিন্তু বিচারক রাকেশ কুমার দু’পক্ষের সওয়াল জবাব শেষে অনুব্রতকে ৩ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ মার্চ সকালে ফের অনুব্রতকে আদালতে হাজির করাবে ইডি। আর এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা গরু পাচারের বিপুল টাকা কোথায় গিয়েছে, তা জানার চেষ্টা করবে। আদালতে এমনটাই দাবি করেছেন ইডির আইনজীবী।

মঙ্গলবার গভীর রাতে বিচারক রাকেশ কুমারের বাড়িতে অনুব্রতকে নিয়ে হাজির হন ইডি আধিকারিকেরা। সেখানে ছিলেন অনুব্রত ও তাঁর আইনজীবীও। রাত ১টার পর সওয়াল শুরু হয় দু’পক্ষের। ইডির আইনজীবী দাবি করেন, গরু পাচারের টাকা কোথায় গিয়েছে, সেই টাকার ভাগ কারা কারা পেয়েছে তা জানতে অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। পাল্টা অনুব্রতের আইনজীবী জানান যে, তাঁর মক্কেলের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তারই প্রেক্ষিতে বিচারক নির্দেশ দেন, আগামী ১০ তারিখ পর্যন্ত অনুব্রতকে ইডি হেফাজতে রাখা যাবে। এই সময় রোজ হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। প্রতি দিন তাঁর আইনজীবীরা আধঘণ্টার জন্য অনুব্রতের সঙ্গে দেখাও করতে পারবেন।

নভেম্বরে নিজেদের হেফাজতে নেওয়ার পর থেকেই ইডি চেয়েছে, অনুব্রতকে দিল্লি নিয়ে এসে জেরা করতে। কিন্তু নানা আইনি মারপ্যাঁচে অনুব্রতের দিল্লিযাত্রা আটকে যাচ্ছিল বলে দাবি ইডি সূত্রে। শেষমেশ কলকাতা হাই কোর্ট গত শনিবার নির্দেশ দেয়, অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে যেতে পারে। এর পরেই ঠিক হয়, মঙ্গলবার দোলের দিন আসানসোলের সংশোধনাগার থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রতকে।

সেই মতো মঙ্গলবার সকালে আসানসোল থেকে রাজ্য পুলিশ অনুব্রতকে কলকাতায় পৌঁছে দেয়। ইডি তাঁর স্বাস্থ্য পরীক্ষা করায় জোকার ইএসআই হাসপাতালে। তার পর নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে। সেখানে অনুব্রত দাবি করেন, তাঁর শরীর খারাপ লাগছে। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তাঁকে ইনহেলার নিতেও দেখা যায় বেশ কয়েক বার। এর পর সন্ধ্যা সাতটার একটু আগে একটি বেসরকারি বিমান সংস্থার উড়ানে অনুব্রতকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয় ইডি। রাত ৯টা নাগাদ অনুব্রতকে নিয়ে তাঁরা দিল্লি পৌঁছয়। এর পর প্রথমে ভার্চুয়ালি বিচারকের এজলাসে হাজিরা, পরে সরাসরি বিচারকের বাড়ি। শেষমেশ তিন দিনের ইডি হেফাজত হয় অনুব্রতের।

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal Enforcement Directorate CBI Cow Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy