মিছিল করে হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে শুভেন্দু নিজস্ব চিত্র
হাঁসখালিতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রয়েছেন প্রায় ১২ জন বিধায়ক। মিছিল করে নির্যাতিতার বাড়িতে যাচ্ছেন তিনি।
হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পরিবারকে আর্থিক সাহায্য দিলেন কংগ্রেস নেতা। মামলা চালানোর খরচ বাবদ প্রদেশ সভাপতি নগদ ৫০ হাজার টাকা দেন। অধীর চৌধুরী অভিযোগ করেন, ‘‘ নির্যাতিতার বাবা-মাকে থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে। আমরা তাঁদের পরিবারের পাশে থাকব। তাঁরা যতদূর যেতে চান আমরা সঙ্গে যাব।’’
সাংসদ মহুয়ার মৈত্রের সঙ্গে ছিলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের (কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস) চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী
নদিয়ার হাঁসখালির ধর্ষণ-কাণ্ডকে ‘ছোট ঘটনা’ বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর ওই মন্তব্যে অত্যন্ত ক্ষুদ্ধ হয়েছেন নির্যাতিতার বাবা। এক জন মুখ্যমন্ত্রী কী ভাবে এমন কথা বলতে পারেন, তিনি সে প্রশ্নও তুলেছেন। মঙ্গলবার নির্যাতিতার বাবা বলেন, ‘‘ উনি এক জন মুখ্যমন্ত্রী হয়ে এই কথা কী করে বললেন?’’ তিনি অভিযুক্তদের ফাঁসির দাবিও জানিয়েছেন।
হাঁসখালির মতো ঘটনা মোটেই সহ্য করা হবে না। নদিয়ার হাঁসখালিতে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে এই বার্তাই দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার তিনি হাঁসখালি পৌঁছন। ঘটনাচক্রে, মঙ্গলবারই হাঁসখালি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy