Advertisement
০৬ জানুয়ারি ২০২৫
Sutapa Chowdhury

Murshidabad Death: ছাত্রী-খুন প্রসঙ্গ সংসদে তোলার আশ্বাস ডালুর

এ দিন দুপুরে রাজনগরের বাড়িতে সুতপার পারলৌকিক কাজ হয়েছে। সে সময় কান্নায় ভেঙে পড়েন বাবা, মা, বোন থেকে শুরু করে পরিবারের অনেকেই। স্বাধীন বলেন, ‘‘সুতপাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আশা ছিল। সব শেষ হয়ে গেল। অভিযুক্ত সুশান্তের আমি ফাঁসি চাই।’’

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

জয়ন্ত সেন 
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ০৭:১০
Share: Save:

বহরমপুরে গত ২ মে ভরসন্ধ্যায় কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)। রবিবার দুপুরে বৈষ্ণবনগরের রাজনগরে সুতপার বাবা ও মায়ের সঙ্গে দেখা করার পর এই প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘‘প্রকাশ্যে এ রকম নৃশংস খুনের ঘটনা মেনে নেওয়া যায় না। আইন-শৃঙ্খলা আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’’ পাশাপাশি ওই খুনের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় সেই দাবিও তোলেন তিনি। প্রয়োজনে ঘটনাটি তিনি সংসদে তুলবেন বলেও জানিয়েছেন। এ ছাড়া তিনি শোকসন্তপ্ত এই পরিবারের পাশে আছে বলেও জানান।

এ দিকে বহরমপুর সংসদ অধীররঞ্জন চৌধুরী মেয়ের খুনের মামলার বিষয়টি নিয়ে যাতে একটু সহযোগিতা করেন, ডালুবাবুকে কাছে পেয়ে এ দিন সেই আর্জি জানান সুতপার বাবা স্বাধীন ও মা পাপুলি। ডালু বলেন, ‘‘অধীরবাবুর সঙ্গে অবশ্যই কথা বলব। নিশ্চয়ই তিনি মামলার ব্যাপারে খোঁজখবর নেবেন।’’

এ দিকে, এ দিন বিকেলে রাজনগরের বাড়িতে গিয়ে সুতপার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মেয়েকে কী ভাবে অনেক দিন ধরে উত্ত্যক্ত করছিল ও হুমকি দিয়েছিল অভিযুক্ত সুশান্ত চৌধুরী সেই বিষয়টি বিধায়কের কাছে তুলে ধরে সুশান্তের ফাঁসির দাবি জানান সুতপার বাবা ও মা। এ দিন সন্ধ্যায় ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে সুতপার খুনের সুবিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় বিজেপির যুব সংগঠন যুব মোর্চা। এ দিকে, সুতপা খুনে মূল অভিযুক্ত সুশান্তের বিজেপি যোগ নিয়ে যখন জোর চর্চা তখন এই খুনের ঘটনা নিয়ে বিজেপি মাঠে নামায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যদিও বিষয়টি নিয়ে শ্রীরূপা বলেন, ‘‘কে কী প্রচার করছে জানি না। তবে দলীয় সূত্রে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সুশান্ত কোনও দিনই বিজেপির সক্রিয় সদস্য বা কর্মী ছিল না। এক কলেজ ছাত্রী নৃশংস ভাবে খুন হয়েছে তাই আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’’

এ দিন দুপুরে রাজনগরের বাড়িতে সুতপার পারলৌকিক কাজ হয়েছে। সে সময় কান্নায় ভেঙে পড়েন বাবা, মা, বোন থেকে শুরু করে পরিবারের অনেকেই। স্বাধীন বলেন, ‘‘সুতপাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আশা ছিল। সব শেষ হয়ে গেল। অভিযুক্ত সুশান্তের আমি ফাঁসি চাই।’’

অন্য বিষয়গুলি:

Sutapa Chowdhury Murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy