Advertisement
০২ নভেম্বর ২০২৪
Extraordinary Person of the Month

মার্চের অ-সাধারণ কে, নজর রাখুন ৩১ তারিখ, বুধবার

সমাজের ভিড়ে নিভৃতে কর্মরত বহু মানুষ আজীবন মেঘে ঢাকা তারা হয়ে থেকে যান। তাঁদেরও চেনানোর প্রয়োজন আছে বৈকি!

আনন্দবাজার ডিজিটালের বিচারে মার্চ মাসের অ-সাধারণ কে? নজর রাখুন ৩১ মার্চ, বুধবার।

আনন্দবাজার ডিজিটালের বিচারে মার্চ মাসের অ-সাধারণ কে? নজর রাখুন ৩১ মার্চ, বুধবার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ০৮:৫৫
Share: Save:

তারকারা উজ্জ্বল আপন দীপ্তিতে। কিন্তু সমাজের ভিড়ে নিভৃতে কর্মরত বহু মানুষ আজীবন মেঘে ঢাকা তারা হয়ে থেকে যান। নিজস্ব পরিসরের বাইরে এই প্রচারবিমুখ মানুষদের কেউ চেনেন না। কিন্তু তাঁদেরও চেনানোর প্রয়োজন আছে বৈকি!

সাধারণের ভিড়ে লুকিয়ে থাকা এই অ-সাধারণদের খুঁজে নিচ্ছে আনন্দবাজার ডিজিটাল। গত জানুয়ারি থেকে প্রতি মাসের শেষ দিনটিতে এমনই একেকজন অ-সাধারণের উপর আলো ফেলা শুরু হয়েছে। অনুসন্ধানের এই যাত্রাপথে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে এসেছিলেন অরূপ ধাড়া আর গোপালখুড়ো। অরূপ রাজনীতির মানুষ হয়েও দল না দেখে মধ্যরাতে নিজে অ্যাম্বুল্যান্স চালিয়ে মুমূর্ষুকে পৌঁছে দেন হাসপাতালে। ৮৭ বছরের গোপালখুড়ো চার হাজারের বেশি মানুষের শেষযাত্রার সঙ্গী হন।

আনন্দবাজার ডিজিটালের বিচারে মার্চ মাসের অ-সাধারণ কে? নজর রাখুন ৩১ মার্চ, বুধবার।

অন্য বিষয়গুলি:

ABP Digital Extraordinary Person of the Month
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE