সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলনের মোকাবিলায় ডায়মন্ড হারবার পুলিশের প্রশংসা করলেন স্থানীয় সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের প্রশংসাকে অস্ত্র করেই বাকি রাজ্যের পুলিশ সম্পর্কে তাঁর ‘মূল্যায়ন’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
কেন্দ্রীয় সরকারের এই নতুন আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের সেই আন্দোলনে মুর্শিদাবাদ ছাড়াও দু’একটি জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে বুধবার সমাজমাধ্যমে অভিষেক লিখেছেন, ‘গোটা ডায়মন্ড হারবারে শান্তিরক্ষার জন্য জেলা পুলিশের দৃষ্টান্তমূলক পরিষেবার প্রশংসা করছি। আপনাদের নিরলস চেষ্টা সম্মান ও স্বীকৃতির যোগ্য।’ সেই সঙ্গেই সব অংশের প্রতিনিধিদের দায়িত্ববান ভূমিকার জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরে আর জি কর হাসপাতালে ভাঙচুরের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সমাজমাধ্যমে অভিষেকের এই মত নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। দলের নেতা তাপস রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যেমন পশ্চিমবঙ্গকে ভারত রাষ্ট্রের বাইরে অন্য রাষ্ট্র ভাবেন, তেমনই তাঁর ভাইপো ডায়মন্ড হারবারকে রাজ্যের বাইরে আর একটা রাজ্য ভাবেন। তাঁর এই পোস্ট তাঁর পিসিকে হেয় করতে কি না, এই উত্তর তিনিই দিতে পারবেন!’’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীরও মন্তব্য, ‘‘এই কথা বলে উনি আসলে বোঝাতে চেয়েছেন, ডায়মন্ড হারবারে পুলিশ যা পেরেছে, মুর্শিদাবাদ বা মালদহে পারেনি। কথাটা পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলা!’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)