Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Dr. Manmohan Singh Death

মনমোহনে ‘নীরব’ কেন তারকারা, সরব অভিষেক

অভিষেক রবিবার সমাজমাধ্যমে মনমোহনকে ‘মহান রাষ্ট্রনায়ক’ সম্বোধন করে দেশের অর্থনীতির ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা ফের স্মরণ করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:০৪
Share: Save:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মরণে খেলাধুলো এবং চলচ্চিত্র জগতের ‘রোল মডেল’দের নীরবতা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও দলের নাম না-করে এই নীরবতা ‘সরকারি স্তরের প্রতিক্রিয়া’র ভয়ে কি না, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক। সংসদের ভিতরে ও বাইরে ‘ইন্ডিয়া’ মঞ্চের মধ্যে কংগ্রেস ও তৃণমূলের দূরত্ব নিয়ে এই মুহূর্তে নানা চর্চা চলছে। সংসদের সদ্যসমাপ্ত শীতকালীন অধিবেশেনেও কংগ্রেসের কোনও ধর্না-আন্দোলনেই পাশে দেখা যায়নি তৃণমূলকে। এই আবহে কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অভিষেকের এমন প্রশ্ন তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।

অভিষেক রবিবার সমাজমাধ্যমে মনমোহনকে ‘মহান রাষ্ট্রনায়ক’ সম্বোধন করে দেশের অর্থনীতির ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা ফের স্মরণ করেছেন। দল-মত নির্বিশেষে মনমোহনকে শ্রদ্ধা জানানো হচ্ছে, তা মনে করিয়ে দিয়ে অভিষেকের প্রশ্ন, ‘খেলাধুলো এবং চলচ্চিত্র জগতের বিশিষ্টেরা, যাঁদের অনেক সময়েই ‘রোল মডেল’ বলা হয়, তাঁদের নীরবতা বিস্ময়কর এবং হতাশাজনক’! এই সূত্রেই অভিষেক সেই বিশিষ্টদের অগ্রাধিকার, দায়িত্ববোধ এবং সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, ‘মনে হচ্ছে, সরকারের নেতিবাচক প্রতিক্রিয়ায় ভয়েই এই নীরবতা।’ পাশাপাশি, অভিষেক মনে করিয়ে দিয়েছেন শুধু এই ঘটনাই নয়, ‘নীরবতার রেওয়াজ’ এর আগে দিল্লির কৃষক আন্দোলন, সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন, মণিপুরের হিংসার মতো জাতীয় স্তরের বিষয়েও দেখা গিয়েছে।

সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে টানাপড়েন দেখা গিয়েছে কংগ্রেস-তৃণমূলে। তবে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মনমোহনের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর পেয়ে তাঁর পাণ্ডিত্য ও বিচক্ষণতার কথা স্মরণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে অভিষেক এক ধাপ এগিয়ে অন্যদের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তোলায় জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে।

তবে একটি সূত্র মনে করাচ্ছে, মনমোহনের প্রয়াণে অনেককে শোকবার্তা জানাতে দেখা যায়নি, এটা ঠিক। কিন্তু খেলাধুলো ও চলচ্চিত্র জগতের বহু মহাতারকা শ্রদ্ধা জানিয়েওছেন। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, পি ভি সিন্ধু, বীরেন্দ্র সহবাগ থেকে মাধুরী দীক্ষিতদের মতো ব্যক্তিত্বেরাও। এমনকি, মেলবোর্নে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচে ভারতের ক্রিকেট দল মনমোহন-স্মরণে কালো ব্যাজ পরে মাঠে নেমেছিল।

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy