Advertisement
E-Paper

দিদির পুলিশ না নিয়ে দাদার পুলিশ কেন? হরিহরপাড়ায় অধীরই প্রধান নিশানা অভিষেকের

বাংলায় থাকলেও লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা সাংসদ অধীর রাজ্যের পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশ বিভাগের নিরাপত্তা নেন না। 

Abhishek Banerjee Attacks Adhir Chowdhury

রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনসভা ছিল অভিষেকের। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ২০:৫৮
Share
Save

মুর্শিদাবাদে গিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিমত, বিজেপির সঙ্গে তলে তলে ‘সেটিং’ রয়েছে কংগ্রেসের অধীরের। আর এই ‘সেটিং’-এর সবচেয়ে বড় প্রমাণ বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির নিরাপত্তা ব্যবস্থা। অভিষেকের কথায়, ‘‘দিদির পুলিশের উপর ভরসা না করে অধীর দাদার পুলিশে আস্থা রাখেন। আর এই দাদা হলেন স্বয়ং অমিত শাহ।’’

রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনসভা ছিল অভিষেকের। সেখানেই মুর্শিদাবাদের বাসিন্দা কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীরকে তাঁর নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা। বাংলায় থাকলেও লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা সাংসদ অধীর রাজ্যের পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশ বিভাগের নিরাপত্তা নেন না। বদলে তাঁর নিরাপত্তার দেখাশোনা করে কেন্দ্রীয় বাহিনী। যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের নিয়ন্ত্রণাধীন। লোকসভার তৃণমূল সাংসদ অভিষেক এ বিষয়েই অধীরকে আক্রমণ করেন। হরিহরপাড়ার জনসভায় অভিষেক বলেন, ‘‘অধীর কোন পুলিশ নিয়ে ঘুরে বেড়ান? উনি দিদির নয়, দাদার পুলিশে বিশ্বাস করেন। এই দাদা অমিত শাহ। যিনি এনআরসি আনতে চান, যার অধীনে সিআরপিএফ, বিএসএফ। যারা সীমান্তে গরীব মানুষের উপর অত্যাচার করছে। নির্দোষদের মাথায় গুলি করে মারছে। সেই বিএসএফ-সিআরপিএফ অধীরকে পাহারা দেয়! এর পরও বলে দিতে হবে, কার সঙ্গে কার তলায় তলায় যোগ? কার সঙ্গে কার সেটিং?’’

জাতীয় স্তরে কংগ্রেসের মূল রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি। যদিও অভিষেক বলেছেন, রাজ্যে অর্থাৎ বাংলায় দুই দল মোটেই একে অপরের বিরুদ্ধে রা কাড়ে না। তাঁর বিজেপি-কংগ্রেস ‘সেটিং’ তত্ত্বের পক্ষে আরও বেশ কিছু প্রমাণ দিয়ে অভিষেক বলেছেন, ‘‘কংগ্রেস এখানে বিজেপির বি-টিম। কংগ্রেসকে কোনও দিন দেখবেন না বিজেপির বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করতে। সুকান্ত, শুভেন্দু,দিলীপের বিরুদ্ধে আক্রমণ করতে দেখেছেন অধীরকে? বা সুকান্ত, শুভেন্দু, দিলীপদের কখনও দেখেছেন অধীরকে আক্রমণ করতে?’’

অধীরের বিরুদ্ধে রাজ্যের সমস্যা নিয়ে উদাসীনতার অভিযোগও এনেছেন অভিষেক।অভিষেক বলেন, ‘‘মুর্শিদাবাদের বহু মানুষ এখনও ১০০ দিনের টাকা পাননি। গত চার বছরে অধীর চৌধুরী কি কেন্দ্রের কোনও মন্ত্রীর বা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ১০০ দিনের টাকা আদায়ের সুপারিশ করেছেন বা মিড ডে মিলের বন্ধ হয়ে যাওয়া টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা কেন বন্ধ করা হয়েছে তার জবাব চেয়েছেন কেন্দ্রের কাছে?’’ অধীরকে পরোক্ষে চ্যালেঞ্জ জানিয়েই অভিষেক বলেছেন, ‘‘এমন একটাও উদাহরণ পেলে মুর্শিদাবাদে পা রাখব না জনসংযোগ যাত্রা শেষ করব।’’ এমনকি, আগামী বিধানসভা নির্বাচনে ২২টি বিধানসভাতেই জিতবেন বলেও চ্যালেঞ্জ করেন অভিষেক।

অভিষেকের এই মন্তব্য প্রসঙ্গে পাল্টা অধীর বলেছেন, ‘‘লোকসভায় বাংলার মোট ৪২ আসন। কংগ্রেস এখানে তো খই ভাজার জন্য বসে নেই! বহরমপুর ছিনিয়ে নেওয়ার যে গল্প উনি বলছেন সেই গল্প আমি আগেও শুনেছি। খোকাবাবু বা তাঁর পিসিকে আমন্ত্রণ করছি তারা বহরমপুরে লোকসভা নির্বাচনে লড়াই করুন। যদি আমি হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেব। বহরমপুরে এসে খোকাবাবু বা পিসিমণি যদি অধীর চৌধুরীকে হারিয়ে যেতে পারেন তাহলে রাজনীতিই আর করব না। ওপেন চ্যালেঞ্জ করছি।’’

Adhir Chowdhry Abhishek Banerjee TMC Congress BJP

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।