অন্ধকার রাস্তায় দাঁড় করানো একটি মোটরবাইক। কিছুটা হেঁটে এসে এক যুবক বাইকটি নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেল। সেটি নিয়ে মহানগরের বিভিন্ন রাস্তায় ‘জয়রাইড’ করে বেড়াল ওই যুবক। ভোরের দিকে বাইকের জ্বালানি ফুরিয়ে গেলে রাস্তাতেই বাইক দাঁড় করিয়ে চলে গেল সে।
পুলিশ জানায়, ওই যুবক আসলে মোটরবাইক চোর। তবে, বাইক চুরি করার পরে সেটি বিক্রি না করে রাতে শহরের রাস্তায় রাস্তায় প্রমোদভ্রমণ করে বেড়ানোই ছিল তার নেশা। একটি বাইকের তেল ফুরিয়ে গেলে সেটি সেখানেই রেখে অন্য বাইকের খোঁজে বেরিয়ে পড়ত ওই দুষ্কৃতী।
পুলিশ জানায়, বুধবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ রফি আহমেদ কিদোয়াই রোড থেকে গ্রেফতার করেছে দীপক উকিল নামে ওই যুবককে। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পৈলান চকে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এক পুলিশ অফিসার জানান, প্রাথমিক ভাবে ধৃত যুবক জেরার মুখে জানিয়েছে, সে গত এক মাসে প্রায় ১৫টি বাইক চুরি করেছে ভবানীপুর, পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, রিজেন্ট পার্ক, মুচিপাড়া প্রভৃতি থানা এলাকা থেকে।
কী ভাবে দীপকের খোঁজ পেল পুলিশ? লালবাজার জানিয়েছে, গত ২০ এপ্রিল পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে একটি মোটরবাইক চুরি যায়। তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে জানতে পারে, এক যুবক রফি আহমেদ কিদোয়াই রোডে একটি মোটরবাইক চুরির চেষ্টা করছিল। টহলরত পুলিশের দল তাকে আটক করেছে। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, দীপক আগেও একাধিক বার মোটরবাইক চুরির জন্য গ্রেফতার হয়েছে। এক তদন্তকারী জানান, ধৃত কোনও বাইকই বিক্রি করেনি বলে দাবি করে। ধৃতের কথা মতো খোঁজ নিয়ে পার্ক স্ট্রিট ও হাওড়ার গোলাবাড়ি এলাকা থেকে আগে চুরি যাওয়া দু’টি বাইক উদ্ধার হয়। বাকি বাইকগুলির খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)