ভূমিকম্পের মতো আকস্মিক বিপর্যয়ের পরিস্থিতিতে মেট্রোর সুড়ঙ্গে রেক আটকে পড়লে যাত্রীদের কী ভাবে উদ্ধার করা যেতে পারে, শুক্রবার রাতে তারই মহড়া হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড-হাওড়া ময়দান পথে। মহড়ায় অংশ নিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের দমকল বাহিনী।
রাতের পরিষেবা শেষের পরে ওই মহড়া শুরু হয়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের প্রকৃতি কলকাতার উত্তর-দক্ষিণ মেট্রোর তুলনায় ভিন্ন। ওই সুড়ঙ্গ তুলনামূলক ভাবে মাটির বেশি গভীরে। পাশাপাশি, সুড়ঙ্গের পরিসরও অনেক সঙ্কীর্ণ। আপৎকালীন পরিস্থিতিতে কাজের জায়গা সম্পর্কে পরিচিত হওয়া ছাড়াও সম্ভাব্য উদ্ধারের পথ চিহ্নিত করে রাখতেই ওই মহড়া বলে খবর। রাজ্যের দমকল বিভাগের কর্মী এবং আধিকারিকেরা একযোগে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ওই মহড়ায় অংশগ্রহণ করেন।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া এবং বি বা দী বাগ স্টেশনের মধ্যবর্তী পথে ওই মহড়া অনুষ্ঠিত হয়। ভৌগোলিক অবস্থানগত ভাবে ওই অংশ মেট্রো পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নদীর নীচে সুড়ঙ্গপথ ওই অংশেই রয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে ট্রেন সুড়ঙ্গে আটকে পড়লে কী
ভাবে যাত্রীদের রেক থেকে বার করা হবে, এ দিন সেই মহড়া হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, যে কোনও বিপত্তি সামাল দিতে নিয়মিত ব্যবধানে তাঁদের মহড়া হয়ে থাকে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)