হঠাৎ ক্লাসের মধ্যেই মারপিট। বুকে ঘুষি মেরে এক ছাত্রকে প্রাণে মেরে ফেলল তারই সহপাঠী! হুগলির চাঁপদানি আর্য বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। মৃতের নাম অভিনব জালান (১৫)। সে দশম শ্রেণির ছাত্র।
স্কুল সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। কিছু একটা বিষয় নিয়ে ক্লাসে দশম শ্রেণির দুই পড়ুয়ার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সেই সময় অভিনবের বুকে ঘুষি মারে অন্য জন। তাতে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে অভিনব। কিছু ক্ষণের মধ্যে জ্ঞানও হারায় সে। এর পর স্কুলের শিক্ষক ও অন্য বন্ধুরা মিলেই তাকে টোটো করে আঙ্গাস ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানে অভিনবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে হাসপাতালে গিয়েছে ভদ্রেশ্বর থানার পুলিশ। চন্দননগর কমিশনারেটের এসিপি সুমন মুখোপাধ্যায় বলেন, ‘‘এক জনকে আটক করা হয়েছে।’’
স্কুলের প্রধানশিক্ষক বিকে ঝা বলেন, ‘‘আমি ঘটনার সময় স্কুলে ছিলাম না। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম। খবর পেয়েই হাসপাতালে আসি। শুনেছি একই ক্লাসের দুটো ছেলের মধ্যে মারামারিতে এই ঘটনা ঘটেছে।’’
জামদানি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিনবের বাড়ি। ওই ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম শা বলেন, ‘‘মর্মান্তিক ঘটনা। ছ’মাস আগে ওই ছাত্রের দিদির হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এ বার এই ছাত্রের মৃত্যু হল। আমরা দোষীর শাস্তি চাই।’’ মৃত ছাত্রের বাবা গণেশ জালান বলেন, ‘‘শিক্ষকদের সামনে কী করে ছাত্রেরা মারামারি করে? স্কুলে কোনও পড়াশোনা হয় না। আমার ছেলের মৃত্যুর জন্য যে দায়ী, তার শাস্তি চাই।’’