হাওড়া গ্রামীণের বাগনানে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারত সেবাশ্রম সঙ্ঘের এক মহারাজ এবং এক সেবকের। জখম আরও পাঁচ জন। তাঁদের এক জন মহারাজ এবং চার জন সেবক।
কলকাতার গড়িয়া থেকে একটি চার চাকার পণ্যবাহী গাড়ি করে মহিষাদলের আশ্রমে যাচ্ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের দু’জন মহারাজ এবং পাঁচ সেবক। বাসন্তীপুজো উপলক্ষে পুজোর সামগ্রী নিয়ে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনাটি বাগনান লাইব্রেরি মো়ড়ের কাছে ঘটে।
হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সুবিমল পাল বলেন, ‘‘ভোর সাড়ে ৬টা নাগাদ জাতীয় সড়কের বাগনান লাইব্রেরি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গাড়িটি পাশের লেনে চলে গিয়ে একটি বালিবোঝাই লরিকে ধাক্কা দেয়। তার পিছনে ধাক্কা দেয় আরও একটি প্রাইভেট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহারাজ এবং এক সেবকের। বাকিরা জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজে স্থানীয়েরাও হাত লাগান।’’
ভারত সেবাশ্রম সঙ্ঘের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় স্বামী শুভঙ্করানন্দ মহারাজ ও সেবক বাসুদেব মণ্ডলের মৃত্যু হয়েছে। স্বামী অমরানন্দ মহারাজ এবং চার জন সেবক গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে গড়িয়া ও মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে অন্য মহারাজ ও সেবকেরা ঘটনাস্থলে গিয়েছেন।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট হয় দীর্ঘ ক্ষণ। ঘটনাস্থলে বাগনান থানা ও ট্র্যাফিক পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।