তিন বছরের শিশুকন্যাকে ‘অপহরণ’ হাওড়া স্টেশন থেকে। অভিযোগ, বুধবার ওই শিশুকন্যাকে অপহরণ করা হয়। রেল পুলিশ (জিআরপি) সূত্রে খবর, অপহৃত শিশুকন্যাকে এখনও উদ্ধার করা যায়নি। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীর খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।
রেলপুলিশ সূত্রে খবর, বুধবার হুগলি থেকে মা এবং দিদির সঙ্গে হাওড়ার স্টেশনে এসেছিল ওই শিশুকন্যা। গন্তব্য ছিল লক্ষ্মীকান্তপুর। অভিযোগ, হাওড়া স্টেশনে ওই শিশুকন্যার সঙ্গে আলাপ করেছিলেন এক মহিলা। তার কিছু ক্ষণ পর থেকেই মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ মায়ের। এর পর তিনি ও তাঁর বড় মেয়ে জিআরপি-তে অভিযোগ জানান। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। চিহ্নিতও করা গিয়েছে ‘অপহরণকারী’ মহিলাকে। তাঁকে একটি শিশুকে সঙ্গে নিয়ে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একটি বাসে উঠতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। সেইমতোই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর জিআরপি সূত্রে।