মায়ের সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষাও দিচ্ছিল বান্ধবীর বাড়িতে থেকে। বৃহস্পতিবার সেই বান্ধবীর বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হল। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অর্পিতা মণ্ডল। নকশালবাড়ির খালপাড়ার বাসিন্দা। সেখানকার নন্দপ্রসাদ হাই স্কুলের ছাত্রী ছিল সে। তার দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, গত রবিবার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অর্পিতা। উঠেছিল মেচবস্তিতে বান্ধবী সুজাতা শৈবের বাড়িতে। পর পর দু’দিন সেখানে থেকেই পরীক্ষা দিয়েছিল অর্পিতা। বৃহস্পতিবারও সেখানেই ছিল। দুপুরে বান্ধবীর বাড়িতে ঘুমোনোর পর আর ঘুম থেকে উঠছিল না অর্পিতা। অনেক ডাকাডাকির পরেও সাড়া দেয়নি। এর পরেই তার মাকে ডেকে আনা হয়। মায়ের ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় অর্পিতাকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
কার্শিয়াঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর কারণ জানতেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক জন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পুরো তদন্ত করা হবে।’’