ভবানীপুর আসনে তৃণমূলের প্রার্থী হওয়ার পর প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, বুধবার বিকেল ৩টে নাগাদ চেতলার অহীন্দ্র মঞ্চে দলের নেতা-কর্মীদের নিয়ে তাঁর সভা করার কথা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো কোভিডবিধি মেনেই ওই সভা করা হবে বলে জানিয়েছে তৃণমূল। মমতার ওই সভায় দলের শীর্ষ স্থানীয় নেতাদের পাশাপাশি তৃণমূল স্তরের নেতাদেরও থাকার কথা। রাজ্যের তিনটি আসনে ভোট সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই সভা ডেকেছেন দলনেত্রী। তবে আজকের সভায় মূলত প্রাধান্য পাবে মমতার কেন্দ্র ভবানীপুর আসন। ফলে উপনির্বাচনে তৃণমূল নেত্রীর প্রথম ওই সভার দিকে আজ নজর থাকবে।
ভবানীপুর আসনে আনুষ্ঠানিক ভাবে মমতার নাম আগেই ঘোষণা করেছে তৃণমূল। বিরোধীরা এখনও পর্যন্ত তাদের প্রার্থীর নাম প্রকাশ করেনি। মঙ্গলবার কংগ্রেস জানিয়েছে, মমতার বিরুদ্ধে তারা প্রার্থী দেবে না। ফলে ওই আসনে লড়াই করতে পারে বামেরা। আজ সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকও রয়েছে। আজ প্রার্থীর নাম ঘোষণা করে কি না সে দিকে নজর থাকবে। অন্য দিকে, আজই প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপি-র তরফে বেশ কয়েকটি নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। আজ তাদের প্রার্থীর নাম ঘোষণারও সম্ভাবনা রয়েছে। মমতার বিরুদ্ধে কাকে দাঁড় করাবে পদ্মশিবির সে দিকে চোখ থাকবে।
আরও পড়ুন:
পড়ুয়াদের বিক্ষোভ, আন্দোলনে অচলাবস্থা তৈরি হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। ঘরবন্দি করা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘেরাও মুক্ত হন উপাচার্য। তবে পড়ুয়া ও কর্তৃপক্ষের মধ্যে সমস্যার সমাধান হয়নি। আজ হাই কোর্টে ওই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে হতে পারে শুনানি। এ ছাড়া আজ হাই কোর্টে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) মামলা। বেলা ১১টা নাগাদ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের এজলাসে হতে পারে শুনানি। ফলে আজ নজর থাকবে হাই কোর্টের ওই মামলাগুলির দিকেও।
এ ছাড়া আজ নজর থাকবে পঞ্জশির-সহ আফগানিস্তানের পরিস্থিতির দিকেও। মঙ্গলবার নতুন সরকার প্রতিষ্ঠা করেছে তালিবান। সেই সরকারের নীতি কী হবে আজ তা ঘোষণা করতে পারে তালিব বাহিনী।