Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
J P Nadda

নড্ডার কনভয়ে হামলা, গ্রেফতার আরও ৮

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হল।

ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। — নিজস্ব চিত্র

ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৭:৫৩
Share: Save:

বিজেপি সভাপতি জে পি নড্ডার কনভয় হামলার ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হল। শুক্রবার সকালেই ফলতা ও উস্তি থানার পুলিশ নড্ডার কনভয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে। পরে রাতে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আদালত।

ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনার ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার রাতে ফের অভিযান চালায় ফলতা ও উস্তি থানার পুলিশ। রাতেই দু’টি থানার এলাকা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে মতিবুল শেখ, আতাউল শেখ, আরাফাত শেখ ও জামশেদ শেখ উস্তি থানার বাসিন্দা এবং ছোট্টু ব্যানার্জি, শুভেন্দু মণ্ডল, আনসার হোসেন হালদার ও নুরসালাম সাফুই ফলতা থানার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে পুলিশকে হেনস্থা,সরকারি সম্পত্তি ভাঙা, জমায়েত ও ভাঙচুর, কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

শনিবার ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর শিরাকোল ও দস্তিপুরে হামলার মুখে পড়েছিলেন জে পি নড্ডা। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। অন্য দিকে, নড্ডার কনভয় হামলার পিছনে বিজেপি-ও জড়িত বলে অভিযোগ তৃণমূলের। শুক্রবার তৃণমূল নেতৃত্ব উস্তি থানায় রাকেশ সিংহ-সহ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে গোলমালে প্ররোচনা দেওয়ার অভিযোগ জানিয়েছে।

অন্য বিষয়গুলি:

BJP J P Nadda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy