Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Al-Qaeda

নবান্নে এনআইএ কর্তা, দিল্লি গেল ধৃত ৬ জঙ্গি

সূত্রের দাবি, ডিআইজি পদের ওই অফিসার সোমবার বিকেলে নবান্নে যান।

জঙ্গি সন্দেহে ধৃতদের নিয়ে দিল্লির পথে এনআইএ অফিসারেরা। সোমবার কলকাতা বিমানবন্দর চত্বরে (আরও খবর পৃঃ ৫)। ছবি: সুমন বল্লভ

জঙ্গি সন্দেহে ধৃতদের নিয়ে দিল্লির পথে এনআইএ অফিসারেরা। সোমবার কলকাতা বিমানবন্দর চত্বরে (আরও খবর পৃঃ ৫)। ছবি: সুমন বল্লভ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৮
Share: Save:

নবান্নে গিয়ে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন এনআইএ-র এক জন পদস্থ কর্তা। সূত্রের দাবি, ডিআইজি পদের ওই অফিসার সোমবার বিকেলে নবান্নে যান। এ দিনই ধৃত ৬ জন জঙ্গিকে দিল্লি নিয়ে গিয়েছে এনআইএ। সন্ধ্যায় বিমানবন্দরে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধৃত আবু সুফিয়ান দাবি করে, তাদের কোনও নাশকতার পরিকল্পনা ছিল না। প্রশাসনের খবর, এ দিনের বৈঠকে সমন্বয় বৃদ্ধি ও তথ্য লেনদেনের উপরে জোর দেওয়ার দাবি করেছে রাজ্য। এক কর্তার কথায়, ‘‘আমরাও জাতীয় নিরাপত্তা রক্ষায় সচেষ্ট। কেন্দ্রীয় সংস্থাগুলির কাছ থেকে যথাযথ তথ্য পেলে আমাদেরও সুবিধা হয়।’’ সূত্রের দাবি, এনআইএ-ও জঙ্গি ঘাঁটির হদিসে রাজ্যের সঙ্গে সমন্বয় বৃদ্ধির কথা বলেছে। সূত্রের খবর, রাত ন’টা তিনটি বিমানের প্রতিটিতে ২ জন করে জঙ্গিকে নিয়ে যাওয়া হয়। প্রতি বিমানে একটি করে গোয়েন্দাদের দলও ছিল। আজ, মঙ্গলবার ধৃতদের পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হতে পারে।

অন্য বিষয়গুলি:

Al-Qaeda Arrest Terrorism Nabanna NIA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy