কটূক্তির প্রতিবাদ করায় ক্যানিংয়ে মারধর করার অভিযোগ দুই মহিলাকে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কটূক্তির প্রতিবাদ করায় দুই মহিলাকে মারধর করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। বুধবার রাতের এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত।
আক্রান্ত দুই মহিলার দাবি, বুধবার রাত ৮টা নাগাদ ক্যানিংয়ের তম্বুলদহ মোড় এলাকার একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন যুবক ওই দু’জনকে দেখে বিশ্রী অঙ্গভঙ্গি এবং কটূক্তি করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রতিবাদ করলে ওই দুই মহিলাকে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ফকির মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ক্যানিং থানায় করা লিখিত অভিযোগে দুই মহিলার দাবি, কটূক্তির প্রতিবাদ করলে ফকির তাঁদের দিকে তেড়ে আসেন। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। দুই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়েরা। তার আগেই পালিয়ে যান অভিযুক্তেরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, “অভিযোগ পেয়েছি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy