জয়দেব হালদার।
তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারকে। তাঁর জায়গায় নতুন সভাপতি হয়েছেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। সোমবার দলের তরফে জেলার সভাপতি পদে রদবদলের ঘোষণা করা হয়েছে।
সংগঠনের কাজে সুবিধার জন্য, ২০২১ সালের ১৬ অগস্ট দক্ষিণ ২৪ পরগনা জেলাকে দু’টি সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছিল। মথুরাপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৪টি বিধানসভা নিয়ে তৈরি হয় সুন্দরবন সাংগঠনিক জেলা। সভাপতি করা হয় দীর্ঘদিনের তৃণমূল নেতা তথা বিধায়ক যোগরঞ্জনকে। সেই জায়গাতেই দায়িত্ব পাচ্ছেন জয়দেব। সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছিল মগরাহাট পূর্ব কেন্দ্রের বিধায়ক নমিতা সাহাকে। চেয়ারম্যান পদে অবশ্য বদল হয়নি। নমিতাই দায়িত্বে থাকছেন।
সভাপতি বদল প্রসঙ্গে এ দিন যোগরঞ্জন বলেন, “দল আমাকে দায়িত্ব দেওয়ার পরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। দল যা ভাল বুঝেছে, সেই সিদ্ধান্ত নিয়েছে। দল যা দায়িত্ব দেবে, তা পালন করব।”
নতুন সভাপতি জয়দেব হালদার বলেন, “ভাবতে পারিনি এত বড় গুরুদায়িত্ব আমাকে দেওয়া হবে। আমি চেষ্টা করব সংগঠন আরও মজবুত করতে। আমি একজন সৈনিক মাত্র। দিদি দায়িত্ব দিয়েছেন। সাধ্যমতো চেষ্টা করব তা পালন করতে।”
দক্ষিণ ২৪ পরগনার আর এক সাংগঠনিক জেলা ডায়মন্ড হারবার-যাদবপুরে অবশ্য কোনও বদল হয়নি। জেলার সভাপতি পদে থাকছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy