Advertisement
১৮ অক্টোবর ২০২৪
By Election

মিছিলে বিজেপির পতাকা, নির্দল প্রার্থীর মনোনয়ন

সাংসদ শান্তনু ঠাকুর নিজেদের ব্যবসায়িক স্বার্থে এই উপনির্বাচনে তাঁর ঘনিষ্ঠ বিনয়কুমার বিশ্বাসকে দলীয় প্রার্থী করেছেন।

বিজেপির সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিলেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার।

বিজেপির সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিলেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। ছবি: নির্মাল্য প্রামাণিক।

নিজস্ব সংবাদদাতা
বাগদা  শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ০৯:০৯
Share: Save:

দল প্রার্থী প্রত্যাহার করেনি। বাগদা বিধানসভার উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়ন জমা দিলেন ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতা সত্যজিৎ মজুমদার। বনগাঁয় মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার আগে ‘বিক্ষুব্ধ’ বিজেপির নেতা-কর্মীরা বনগাঁ শহরে দলীয় পতাকা ও উত্তরীয় নিয়েই মিছিল করেন।

মনোনয়ন জমা দিয়ে সত্যজিৎ মতুয়া ঠাকুরবাড়ি রাজনীতিমুক্ত করার ডাক দেন। তাঁর অভিযোগ, সাংসদ শান্তনু ঠাকুর নিজেদের ব্যবসায়িক স্বার্থে এই উপনির্বাচনে তাঁর ঘনিষ্ঠ বিনয়কুমার বিশ্বাসকে দলীয় প্রার্থী করেছেন। বিনয় বাগদার ‘ভূমিপুত্র’ নন, এই কারণেই তাঁর প্রার্থী হওয়া নিয়ে আপত্তি সত্যজিৎ-সহ বাগদার বিজেপি নেতা-কর্মীদের একাংশের। তাঁরা বাগদার কাউকে প্রার্থী চেয়েছিলেন। সত্যজিতের অভিযোগকে গুরুত্ব দেননি শান্তনু।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘উনি ( সত্যজিৎ) বিজেপি করলে দলীয় প্রতীকে দাঁড়ানো প্রার্থীর বিরোধীতা করছেন কেন? দলের পতাকা ব্যবহার করছেন কেন। দলীয় পতাকা ব্যবহার করার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ করব।’’ সত্যজিতের দাবি, ‘‘মিছিলে আমি নিজে বিজেপির পতাকা ব্যবহার করিনি। প্রকৃত বিজেপি কর্মীরা পতাকা সঙ্গে নিয়েছিলেন।’’

এ দিন বিকেলে দলীয় প্রার্থী বিনয়কে নিয়ে দেবদাস যান বাগদা ২ মণ্ডলের দলীয় সভাপতি সমীরকুমার বিশ্বাসের বাড়িতে। বিনয়কে দেখা যায় সমীরকে জড়িয়ে ধরতে। দিন কয়েক আগে উপনির্বাচনে বাগদায় বিজেপি স্থানীয় প্রার্থী না-দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মণ্ডল সভাপতির পদ ছাড়তে চেয়ে সমীর চিঠি পাঠিয়েছিলেন দেবদাসকে। দেবদাস গ্রহণ করেননি। সমীর কি প্রার্থীর হয়ে প্রচার করবেন? তিনি বলেন, ‘‘বিনয় আমাদের কাছে বড় প্রশ্ন নয়। দলই সব। দলের হয়ে প্রচার করব।’’

অন্য বিষয়গুলি:

Bagda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE