হাবরায় রেল অবরোধ। — ফাইল চিত্র।
রাস্তা সারানোর দাবিতে রেলপথ অবরোধ করলেন উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দাদের একাংশ। বুধবার সকালে বনগাঁ-শিয়ালদহ লাইনের হাবরা স্টেশনে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ২৮ নম্বর রেলগেট এলাকার যে রাস্তা তা দীর্ঘ দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। বার বার ওই রাস্তা সারানোর আবেদন করা হলেও তা করা হয়নি। সেই রাস্তা সারানোর দাবিতে হাবরা প্ল্যাটফর্মের কাছে অবরোধ শুরু হয়। তার জেরে বন্ধ হয়ে যায় বনগাঁ-হাবরা ট্রেন চলাচল। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। তবে কিছু ক্ষণের মধ্যে উঠে যায় ওই অবরোধ।
হাবরা এক নম্বর রেলগেটের মাঝে যশোর রোডের উপর অবরোধ শুরু করেন হাবরার নাগরিক মঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, রেলের এক্তিয়ারে থাকা জায়গায় যে রাস্তা রয়েছে তার অবস্থা বেহল। প্রায়শই সেখানে দুর্ঘটনা ঘটে বলে দাবি অবরোধকারীদের। তাঁদের অভিযোগ, ওই রাস্তা কোনও রকমে মেরামতি করা হয়। বিষয়টি বার বার রেলের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন অবরোধকারীরা। নাগরিক মঞ্চের সদস্যদের দাবি, বার বার আবেদনে কাজ না হওয়াতেই বুধবার রেল অবরোধ করেন তাঁরা।
অবরোধের জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরা। রেলপথের পাশাপাশি, যশোর রোডও অবরুদ্ধ হয়ে যায়। তার জেরে দেখা দেয় যানজট। প্রায় আধ ঘণ্টা ধরে চলে অবরোধ। এর পর রেল আধিকারিক এবং রেলপুলিশের কর্মীরা বুঝিয়ে অবরোধ তুলে দেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy