Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Mohammed Salim

সেলিমের নিশানায় তৃণমূল

শুধু তৃণমূলই নয়, সেলিমের আক্রমণের নিশানায় ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ।

মহম্মদ সেলিম

মহম্মদ সেলিম

নিজস্ব সংবাদদাতা
বেলঘরিয়া শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ২৩:৩৮
Share: Save:

সিপিএম নেতা মহম্মদ সেলিমের নিশানায় তৃণমূল। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। শুক্রবার বেলঘরিয়ায় এ প্রসঙ্গে সেলিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ‘দুয়ারে সরকার’, তা হলে এত দিন সরকার কোথায় ছিল?”

ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রসঙ্গ টেনে এনে তৃণমূলকে বিঁধে তিনি ফের বলেন, “আমরা ভেবেছিলাম তৃণমূল যতই চোর-জোচ্চোরের সরকার হোক না কেন তাদের ভিতরে কিছু মগজাস্ত্র আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন যে তাদের মধ্যে কিছু নেই। সে জন্যই ভাড়াটে বুদ্ধিদাতাকে নিয়ে এসেছেন।”

শুধু তৃণমূলই নয়, সেলিমের আক্রমণের নিশানায় ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। কৃষি আইন নিয়েও আক্রমণ করেন কেন্দ্রকে। তাঁর দাবি, অবিলম্বে কৃষি আইন বাতিল করতে হবে।

অন্য বিষয়গুলি:

Mohammed Salim TMC CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE