দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে আসছেন মিডডে মিল কর্মীরা। আশা ছিল, রাজ্য বাজেটে তাঁদের ভাতা বৃদ্ধির খবর মিলবে। কিন্তু তেমন কোনও ঘোষণা হয়নি। এরপরেই আন্দোলনে নেমেছেন তাঁরা। বৃহস্পতিবার প্ল্যাকার্ড হাতে ডায়মন্ড হারবারের পুরনো হাসপাতাল মোড় থেকে জেটি ঘাট মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার মিছিল করেন আশেপাশের পাঁচটি ব্লকের মিডডে মিল কর্মীরা।
তাঁরা জানান, কেন্দ্র ও রাজ্য— দুই সরকারের তরফেই বাজেট পেশ হল। সেখানে মিডডে মিলের কর্মীদের কথা কেউ ভাবেনি। অভিযোগ, দিনে প্রায় ৮ ঘণ্টা কাজ করে মাসে মাত্র ২ হাজার টাকা সাম্মানিক ভাতা মেলে! এই সামান্য টাকায় সংসার চলে না।
মিডডে মিল কর্মীদের দাবি, ভাতা বাড়ানো সহ বেশ কয়েক দফা দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু কোনও সুরাহা হচ্ছে না।
৭ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষামন্ত্রী ও মিডডে মিলের প্রোজেক্ট ডিরেক্টরের কাছে লিখিত ভাবে দাবি জানানো হয়েছিল। তাঁরা আশা করেছিলেন, রাজ্য সরকারের তরফে অন্তত তাঁদের ভাতা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ করা হবে। কিন্তু বাজেট ঘোষণার পরে হতাশ তাঁরা।
এআইইউটিইউসি-র মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনোরমা হালদার বলেন, “মিডডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি চাই। বেতন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন দিতে হবে। বোনাস, পিএফ, পেনশন ও অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতাও দিতে হবে। এই সব দাবিগুলিকে সামনে রেখেই আমাদের আন্দোলন।”
বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে কেউ মন্তব্য করতে চাননি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)