Advertisement
২৬ নভেম্বর ২০২৪

টুকরো খবর

গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তোপের মুখে পড়ল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষাকর্মীর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘ ক্ষণ বিক্ষোভ দেখায় ফকিরচাঁদ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকেরা।

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪২
Share: Save:

কর্মী নিয়োগ নিয়ে বিক্ষোভ এ বার মহিলা বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তোপের মুখে পড়ল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষাকর্মীর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘ ক্ষণ বিক্ষোভ দেখায় ফকিরচাঁদ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকেরা। অভিযোগের আঙুল তোলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা সেনের দিকে। তবে উপাচার্য জানিয়েছেন, ওই নিয়োগগুলি বৈধ। কারণ, তাতে সায় দিয়েছিলেন কাউন্সিলের সদস্যেরা। বিকেলে টিএমসিপির পক্ষ থেকে রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চালুর আগেও বিক্ষোভের মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এ দিন ফের ঘটল একই ঘটনা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস চালু না হওয়ায় এখনও কাজ হচ্ছে ফকিরচাঁদ কলেজ ভবন থেকে। কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অমিত সাহা বলেন, “আমরা দেখতে পাচ্ছি, কোনও রকম বিজ্ঞাপন না দিয়েই কয়েক জন শিক্ষাকর্মীকে নিয়োগ করা হয়েছে। অন্য দিকে, শিক্ষা দফতর থেকে পাঠানো পদ সৃষ্টি এবং নিয়োগের নির্দেশও মানছেন না উপাচার্য।” শমিতাদেবী বলেন, “শিক্ষা দফতর থেকে আর্থিক ছাড়পত্র না পাওয়া পর্যন্ত নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার অধিকার আমাদের নেই। বিশ্ববিদ্যালয়ে যে ক’জন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী কাজ করছেন, তাঁদের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় কাউন্সিলের অনুমোদন রয়েছে।” ছাত্র সংসদের সঙ্গে তাঁর কোনও বিবাদ নেই বলেও জানিয়েছেন তিনি।

প্রৌঢ়কে পিটিয়ে খুন বাগদার গ্রামে, ধৃত ৪ জন

নিজস্ব সংবাদদাতা • বাগদা

গভীর রাতে এক প্রৌঢ়কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে খুন করা হল। ধরা পড়েছে ৪ জন। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদা থানার ঘাটপাতিলা এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বনমালী ওরফে সুরজিৎ বিশ্বাস (৫৫)। তাঁর ছেলে স্বপন থানায় বাবাকে ঘটনায় তাঁর দুই কাকা ও তিন গ্রামবাসীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন থানায়। নিহতের দুই ভাই সুকুমার, বাসুদেব ও গ্রামবাসী মনোজ মণ্ডল এবং নিরোদ রায়কে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিতেরা তিন ভাই। তিনি বড়। অন্য দুই ভাই সুকুমার ও বাসুদেবের সঙ্গে পৈতৃক সম্পতি নিয়ে তাঁর বিরোধ দীর্ঘদিনের। অভিযোগ, ভাইয়েরা সুরজিৎবাবুকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। বহু বছর আগে সুরজিৎবাবু বাড়ি ছেড়ে নদিয়ার তেহট্ট থানার সাহেবনগর এলাকায় গিয়ে বসবাস শুরু করেন। পৈতৃক জমির ভাগ পেতে তিনি আদালতে মামলাও করেছেন। বিতর্কিত জমি সুকুমার ও বাসুদেব স্থানীয় বাসিন্দা মনোজকে লিজে দিয়েছিলেন চাষ করার জন্য। কিন্তু জমির সব্জি কে বা কারা কেটে দিয়ে যাচ্ছিল। তা নিয়ে এলাকায় উত্তেজনা দানা বাঁধছিল ক’দিন ধরেই। বুধবার রাতে মনোজ ও সুকুমার খেতের বেগুন পাহারা দিতে যান। তাঁরা দেখেন, সেখানে সুরজিৎবাবুও রয়েছেন। তিনিই ফসলের ক্ষতি করছেন বলে সন্দেহ করা হয়। সকলে তাড়া করলে তিনি পালিয়ে একটি শশা খেতের মধ্যে ঢুকে পড়েন। সেখান থেকে ধরে এনে মনোজ, সুকুমার ও আরও কয়েক জন গ্রামবাসী তাঁকে কুপিয়ে-পিটিয়ে খুন করে বলে অভিযোগ। রাতেই খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। অন্য দিকে, বৃহস্পতিবার সকালে গাইঘাটা থানার মহিষাকাটি এলাকায় একটি পুকুর থেকে পুলিশ দারুদ আলি মোল্লা (৫৬) নামে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করেছে। তিনি গত দু’দিন নিখোঁজ ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নামখানায় ভেসেলে গাড়ি পারাপার বন্ধ

নিজস্ব সংবাদদাতা • নামখানা

দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ভেসেলে গাড়ি পারাপার তিন দিন ধরে বন্ধ রয়েছে। গ্যাংওয়ের নীচের স্তম্ভ বিপজ্জনক হওয়ায় এই পরিবহণ বন্ধ রাখতে হয়েছে বলে জানা গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন পযর্টক থেকে স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া দিয়ে নৌকায় মালপত্র পারাপার করছেন। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, নামখানার বাসিন্দাদের প্রয়োজনে এবং বকখালি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়ায় ১৯৯৮ সাল থেকে নামখানা ও নারায়ণপুর সংযোগকারী হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর দিয়ে ভেসেলে গাড়ি পারাপার চলছে। দূরদূরান্ত থেকে পযর্টকেরা গাড়ি নিয়ে নারায়ণপুর ঘাটে এসে ভেসেলে গাড়ি পার করে বকখালিতে সরাসরি পৌঁছে যান। এ ছাড়াও, নামখানার দিকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিরও গাড়িতে করে মালপত্র পারাপার চলে প্রতিদিন। প্রায় ১০০-১৫০ ছোট-বড় গাড়ি ভেসেলে পারাপার হয়। ভূতল পরিবহণ নিগমের অধীনে ওই পারাপারের কাজের জন্য ২৬ জন ঠিকা শ্রমিক কাজ করেন। গত ৭ সেপ্টেম্বর নামখানা ঘাটের দিকের গ্যাংওয়ের নীচের কয়েকটি কংক্রিটের স্তম্ভ বিপজ্জনক অবস্থায় রয়েছে, দেখতে পান কর্মীরা। পরের দিন থেকেই গাড়ি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। ওই বার্জের দায়িত্বে থাকা কর্মীরা জানান, ভেসেলে গাড়ি পারাপার বন্ধ থাকায় প্রতিনিয়ত সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। গোটা বিষয়টি দফতরে জানানোর পরে কর্মীদের পাঠিয়ে সারানোর কাজ চলছে। ভূতল পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন সান্ডিল্য বলেন, “স্তম্ভ মেরামতির কাজের জন্য বাস্তুকার পাঠানো হয়েছে। যত দ্রুত মেরামতি করে পারাপারের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বনগাঁয় যুবক খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন

বনগাঁর যুবক হিমাংশুকুমার বৈরাগী খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নাদিরা পাথেরিয়া ওই নির্দেশ দেন। চলতি বছরের ৯ মার্চ খুন হন হিমাংশু ওরফে হিমু (২৩)। আততায়ীদের তাড়া খেয়ে মোটরবাইক ফেলে বনগাঁর দত্তপাড়ায় একটি বাড়িতে ঢুকে পড়েছিলেন হিমু। সেখানেই শৌচালয়ের ভিতরে ঢুকে তাঁকে গুলি করে খুন করে আততায়ীরা। হিমুর বিরুদ্ধে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের টিএমসিপি নেতা সৌম্য বিশ্বাসকে খুনের অভিযোগ উঠেছিল। গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। এ বার হিমুকে খুনের ঘটনায় বনগাঁর পুরপ্রধান জ্যোৎস্না আঢ্যের স্বামী তথা বনগাঁ শহর তৃণমূলের সভাপতি শঙ্কর আঢ্যের নাম জড়িয়েছে। হিমুর বাবা রাকেশ বৈরাগীর দাবি, তাঁর ছেলে তৃণমূল কর্মী। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাসের ঘনিষ্ঠ ছিলেন হিমু। শম্ভুবাবুর সঙ্গে শঙ্করবাবুর রাজনৈতিক রেষারেষি ছিল। রাকেশবাবুর দাবি, সেই বিরোধেরই মাসুল গুণতে হয়েছে হিমুকে। তাঁর অভিযোগ, “অভিযুক্তেরা প্রতিদিন আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। তারা গ্রেফতার না হলে, যে কোনও দিন খুন হয়ে যাব।”

যৌন নির্যাতনে অভিযুক্ত যুবক

বছর পাঁচেকের একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। শিশুটি তারকেশ্বর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার রাতে তার বাবা বালিগোড়ি-১ পঞ্চায়েতের বৈদ্যপুরের বাসিন্দা পঙ্কজ ঘোষ নামে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

রং ধরেনি এখনও। তবে জোরদার কাজ চলছে প্রতিমা গড়ার।
দক্ষিণ বারাসতে শশাঙ্ক মণ্ডলের তোলা ছবি।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy