স্বামী-ননদের গায়ে অ্যাসিড, ধৃত
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা
ঘুমন্ত অবস্থায় স্বামী ও ননদের গায়ে অ্যাসিড ঢালার অভিযোগে অঞ্জলি মণ্ডল নামে বছর আটান্নর এক প্রৌঢ়াকে গ্রেফতার করল হাবরা পুলিশ। বুধবার রাতে হাবরার নকপুল এলাকার কুচিলা গ্রামে ঘটনাটি ঘটে। অঞ্জলিদেবীর স্বামী, বছর সত্তরের যোগেন মণ্ডল ও তাঁর বোন, বছর নব্বইয়ের অবলা মণ্ডলকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে অবলা দেবীর গলায় কোপানোর অভিযোগও উঠেছে অঞ্জলিদেবীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, যোগেনবাবু ও অঞ্জলিদেবীর চার মেয়ে, দুই ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। অভিযোগ, রাতে যখন যোগেনবাবু ও অবলাদেবী ঘুমোচ্ছেন, তাঁদের গায়ে শৌচাগার পরিষ্কার করার অ্যাসিড ঢেলে দেন অঞ্জলিদেবী। তার পরে অবলাদেবীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারেন। ছেলেরা পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন। দু’জনের চিৎকার শুনে তাঁরা বেরিয়ে আসেন। তাঁরাই বৃদ্ধ-বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান। পুলিশের দাবি, জেরায় অঞ্জলিদেবী বলেছেন, বহু বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার। দিদিকে স্বামী তাঁর চেয়ে বেশি ভালবাসতেন। তাঁকে গুরুত্ব দেওয়া হত না। পুলিশের দাবি, সেই আক্রোশেই অঞ্জলিদেবী এই কাজ করেছেন। বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক ওই মহিলাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
দুষ্কৃতীদের গুলি, জখম স্কুল-পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
মাছ ধরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হল দশম শ্রেণির এক পড়ুয়া। বৃহস্পতিবার দুপুরে বনগাঁর জামতলা এলাকার কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বছর সতেরোর ওই কিশোরের নাম অমিতেশ বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার নরহরিপুর গ্রামে। সে স্থানীয় রাখালদাস উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার পাশাপাশি একটি চিরুনি তৈরির কারখানায় কাজ করত অমিতেশ। এ দিন সকালে সে কাজে গিয়েছিল। কারখানা বন্ধ থাকায় দুপুরে বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি খালে মাছ ধরে বাড়ি ফিরছিল সে। সেই সময়েই জামতলায় দু’দল দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বেধেছিল। গুলিও ছোড়া হচ্ছিল। একটি গুলি অমিতেশের ডান কাঁধে এসে লাগে। প্রথমে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে, পরে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অমিতেশের মা শান্তি বিশ্বাস জানান, দুপুরে তার মোবাইলে ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জিজ্ঞাসা করেন, অমিতেশ কোথায়? তার পরেই ফোন কেটে যায়। কিছুক্ষণ পরে ফের এক অজ্ঞাতপরিচয় তাঁকে ফোন করে বলেন, অমিতেশের গায়ে গুলি লেগেছে। সে বনগাঁ মহকুমা হাসপাতালে রয়েছে। যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, অমিতেশের দিদি সোমার বিয়ে হয়ে গিয়েছে। বাবা দীনবন্ধু বিশ্বাস পেশায় ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেরোইন খাওয়ার জন্য জামতলা এলাকার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা আসে। প্রায়ই তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয়। গুলিও চলে। বাংলাদেশ থেকেও দুষ্কৃতীরা চোরাপথে এখানে হেরোইন নিতে আসে। পুলিশ জানিয়েছে, কারা কী ভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফের সোনা আটক সীমান্তে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
সীমান্ত দিয়ে পাচারের সময়ে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। বৃহস্পতিবার সকালে স্বরূপনগরের নির্মাণ গ্রাম থেকে ওই বিস্কুটগুলি উদ্ধার করে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কুমারেশ মণ্ডল ও মিলন মণ্ডল। বাড়ি আমুদিয়া গ্রামে। দুষ্কৃতীদের গাড়িটিও আটক করা হয়েছে। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ৫ কিলোগ্রাম ওজনের ওই সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে তেঁতুলিয়ার দিকে আসছিল গাড়িটি। বিএসএফের ১৫২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। গাড়িতে তল্লাশি চালানোর সময়ে উদ্ধার করা হয় সোনার বিস্কুটগুলি। হার ছিনতাই। ব্যবসায়ীর গলা থেকে হার ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। বুধবার রাতে বসিরহাটের চৌমাথা থেকে হেঁটে ফিরছিলেন দিলীপ বিশ্বাস নামে ওই ব্যবসায়ী।
রাস্তা কেটে বিক্ষোভ, ক্ষতি সীমান্ত বাণিজ্যে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
সংস্কারের দাবিতে রাস্তা কেটে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সকাল থেকে বেশ কিছুক্ষণ পণ্যবাহী লরি চলাচল বন্ধ রইল বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে। বন্ধ হয়ে যায় সীমান্ত বাণিজ্য। আর্থিক ক্ষতির পাশাপাশি লরির কাঁচামালের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঘোজাডাঙা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক গোলাম মোস্তাফা বলেন, “রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ঠিকই। তবে রাস্তা কেটে প্রতিবাদের জেরে বেশ কিছুক্ষণ আমদানি-রফতানি বন্ধ হয়ে পড়ায় বড় ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা।” এ বিষয়ে বসিরহাটের মহকুমাশাসক শেখর সেন বলেন, “সীমান্তে যাওয়ার রাস্তা কেটে বিক্ষোভের জেরে এ দিন সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি পূর্ত ও সড়ক দফতরের আধিকারিকদের জানানো হয়েছে।”
বহিষ্কৃত কাউন্সিলরের স্বামী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
তৃণমূলকে সমর্থন করে আগেই সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছিলেন বসিরহাট পুরসভার তিন কাউন্সিলর। এ বার দলের শাখা সম্পাদক সুদেব সাহাকেও বহিষ্কার করল দল। সিপিএমের বসিরহাট জোনাল কমিটির সম্পাদক তথা উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য নিরঞ্জন সাহা বলেন, “দলবিরোধী কাজের জন্য আগেই তিন কাউন্সিলরকে বহিষ্কার করা হয়েছিল। একই কারণে সুদেববাবুকে বহিষ্কার করা হল।” সম্প্রতি বসিরহাট পুরসভার কংগ্রেসের প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। বামফ্রন্টের হুইপ অমান্য করে কেউ কেউ ভোট দেন তৃণমূলকে।
প্রতিবেশীর মারে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
বাড়ি ঢুকে গাছ খেয়ে নিয়েছিল প্রতিবেশীর ছাগল। প্রতিবাদ করায় মাথায় বাঁশের বাড়ি মেরে অভিজিৎ মণ্ডল (২৪) নামে এক যুবককে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার বনগাঁর কৃষ্ণচন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি নার্সিংহোমে ওই যুবকের মৃত্যু হয়। অভিযুক্ত প্রতিবেশী ভীম পাল সপরিবার পালিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ভীম পালের বাড়ির একটি ছাগল অভিজিতের বাড়িতে ঢুকে বেশ কয়েকটি গাছ খেয়ে নেয়। সে ইট ছুড়ে ছাগলটিকে তাড়িয়ে দেয়। তা দেখে ভীমের স্ত্রী অনিতা অভিজিতের উদ্দেশে কটূক্তি করে। এই নিয়ে দুই বাড়ির মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময়ে ভীম একটি বড় বাঁশ দিয়ে অভিজিতের মাথায় বাড়ি মারে। পুলিশ জানায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
ব্যবসায়ীর গলা থেকে হার ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। বুধবার রাত ১১টা নাগাদ বসিরহাটের চৌমাথা থেকে ভ্যাবলা স্টেশনের দিকে হেঁটে ফিরছিলেন দিলীপ বিশ্বাস নামে ওই ব্যবসায়ী। সেই সময়ে তাঁর গলা থেকে হার ছিনিয়ে নিয়ে পালায় মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতী।
শ্লীলতাহানিতে ধৃত আরও তিন
কলেজের ছাত্রীকে আত্মীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে আরও তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ঘটক দাস, মহাদেব দাস, গোপাল দাস। বাড়ি গাইঘাটার ছেকাটি গ্রামে। গত ১ অগস্ট সন্ধ্যায় বিএ প্রথম বর্ষের এক ছাত্রীকে তাঁর জ্যাঠার বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় কলাবাগানে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে গাইঘাটা থানায় অভিযোগ করেন ছাত্রী। সমীর দাস নামে আর এক যুবককে পুলিশ আগেই গ্রেফতার করেছিল।
সম্প্রতি নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নামখানার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করে
কিছু জিনিসপত্র বিলি করে গেলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দিলীপ নস্করের তোলা ছবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy