বীজপুরের নর্দমা থেকে উদ্ধার হল যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর
বাড়ির কাছে নর্দমা থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বীজপুরের কাঁচরাপাড়ায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম বাপি মুখোপাধ্যায় ওরফে বোম বাপি (৩০)। পুলিশ সূত্রে খবর, হরলালনগরে রাস্তার ধারে নর্দমায় পড়ে থাকা দেহটি প্রথমে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপর দাঁড় করানো ছিল একটি হলুদ রঙের স্কুটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবক নেশাগ্রস্ত ছিলেন। সে সময়ে ব্যক্তিগত শত্রুতার জেরেই তাঁর উপরে হামলা হয়েছে। মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, এক সময়ে বীজপুর এলাকায় নানা অপরাধে জড়িয়েছিল বাপি। শুধু বীজপুর থানাতেই দশটি মামলা আছে তার বিরুদ্ধে। তবে বছর খানেক ধরে এলাকায় বাপির দৌরাত্ম্য বন্ধ ছিল। স্থানীয় দীনবন্ধু লেনে নিজের বাড়ির সামনে একটা রোল-চাউমিনের দোকান খুলেছিল সে। ইদানীং স্ত্রী তার সঙ্গে থাকতেন না। ওই যুবকের দিদি পিঙ্কি সাউ অভিযোগ করেন, ‘‘সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ভাই। রাতে ফেরেনি। সকালে শুনলাম নর্দমায় ভাইয়ের দেহ পাওয়া গিয়েছে। ওকে কেউ খুন করেছে। পুলিশ তদন্ত করলেই সত্যিটা বেরোবে।’’ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান সি সুধাকর বলেন, ‘‘বাপির পুরনো ইতিহাস ভাল নয় বলেই শুনেছি। পুরনো কোনও শত্রুতার জেরেই খুন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
সোনারপুর কঙ্কাল কাণ্ডে প্রাক্তন ফৌজি ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রায় দু’মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল সোনারপুরের কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত এক প্রাক্তন ফৌজি। জ্ঞানসাগর শর্মা নামে ওই অভিযুক্তকে মঙ্গলবার সন্ধ্যায় সোনারপুরের গড়িয়ায় এক গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী। পুলিশি সূত্রের খবর, গত ৯ জুন সোনারপুরের রানিয়ায় মাটি খুঁড়ে একটি কঙ্কাল পাওয়া যায়। তার পর থেকেই ফেরার ছিল জ্ঞানসাগর। সে আদতে বিহারের ভাগলপুরের বাসিন্দা। এখানে থাকত রানিয়া এলাকায়। বছরখানেক আগেও সে বাড়িতে অস্ত্র কারখানা চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিল। পরে জামিন পেয়ে এলাকায় ফিরে আসে। ৮ জুন রানিয়ার কয়েক জন বাসিন্দা সোনারপুর থানায় অভিযোগ করেন, মদন রায় নামে এক যুবককে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে জ্ঞানসাগর। তদন্তে নেমে প্রথমে তার তিন শাগরেদকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, মদনকে শ্বাসরোধ করে বাড়ির পাশে পুঁতে দিয়েছে জ্ঞানসাগর। বছর দুয়েক আগে জমির দালালি নিয়ে ওই যুবকের সঙ্গে তার বচসা হয়েছিল। তার পরেই তাঁকে খুন করা হয়।
ক্যানিংয়ে উদ্ধার নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
সন্ধের দিকে মেয়েটিকে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। বছর দশেকের মেয়েটি নিজের নাম জানিয়েছে দেবাংশী সিংহ। বাবার নাম মনোজ সিংহ। বাড়ি দিল্লির সীতাপুরে। সোমবার সন্ধ্যায় তাকে ব্যাগ কাঁধে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখা যায়। এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় তাঁরা জিজ্ঞাসাবাদ করেন। সদুত্তর না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পুলিশ মেয়েটিকে থানায় এনে খেলনা দিয়ে খানিক ক্ষণ গল্পগাছা করে। ধীরে ধীরে মেয়েটি নাম-ধাম বলে। রাতেই তাকে তুলে দেওয়া হয় চাইল্ড লাইনের হাতে। কী ভাবে মেয়েটি দিল্লি থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। যোগাযোগ করা হয়েছে দিল্লি পুলিশের সঙ্গে। পুলিশ জানায়, মেয়েটি স্পষ্ট ভাবে কিছু বলতে পারছে না।
বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। মঙ্গলবার সকালে জীবনতলার পয়নায় নিজের বাড়ি থেকেই ধরা পড়েন খোকন শেখ নামে ওই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন খোকন। অভিযোগ, মেয়েটিকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেন তিনি। তারপর বিয়ে করবেন না বলে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ দিন সকালেই ওই কিশোরী জীবনতলা থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ জানিয়েছে, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
বহিষ্কৃত সিপিএমের তিন জন কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
দলের নির্দেশ অমান্য করে অনাস্থা ভোটে তৃণমূলকে সমর্থন করায় বসিরহাট পুরসভার তিন কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করল সিপিএম। ওই কাউন্সিলরা অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেনি। সিপিএমের বসিরহাট জোনাল কমিটির সম্পাদক নিরঞ্জন সাহা বলেন, “দলবিরোধী কাজের জন্য ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সাহা, ২০ নম্বর ওয়ার্ডের শিপ্রা মণ্ডল ও ২১ নম্বর ওয়ার্ডের গোপাল দাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
নর্দমায় যুবকের দেহ
বাড়ির কাছে নর্দমা থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার বীজপুর থানা এলাকার কাঁচরাপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি মুখোপাধ্যায় ওরফে বোম বাপি (৩০)। পুলিশ সূত্রে খবর, হরলালনগরে রাস্তার ধারে নর্দমায় পড়ে থাকা দেহটি প্রথমে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপর দাঁড় করানো ছিল একটি হলুদ রঙের স্কুটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় থাকা ওই যুবককে ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন করা হয়েছে। নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্নও রয়েছে।
শুরু হয়েছে ঝুলন। বনগাঁর শিমুলতলায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy