বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে কাকলি ঘোষ দস্তিদার-সহ বাকিরা। —নিজস্ব চিত্র।
এ বার মেডিক্যাল কলেজ তৈরি হবে বারাসত হাসপাতালে। পর্যায়ে ১০০ জন পড়ুয়াকে নিয়ে মেডিক্যাল কলেজ চালু হতে চলেছে। এ নিয়ে এক প্রস্থ বৈঠকও হয়ে গেল বারাসত হাসপাতালে।
সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকে উপস্থিতি ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত, বারাসতের পুর-প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, হাসাপাতালের সুপার সুব্রত মণ্ডল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ আরও অনেকে।
বৈঠক শেষে কাকলি বলেন, ‘‘ছাত্রছাত্রীরা উন্নতমানের চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়োশোনার সুযোগ যাতে পান, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। এত দিনে তা ফলপ্রসূ হতে চলেছে। আগামী শিক্ষাবর্ষেই পঠনপাঠন চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমরা।’’
জেলাশাসক জানান, প্রাথমিক পর্যায়ে কী কী ব্যবস্থা করা হবে, তা নিয়ে বৈঠক হয়েছে। আগামী বছর অগাস্ট থেকে কলেজ শুরু হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy