রাহাবেলিয়ায় ত্রাণ। নিজস্ব চিত্র
ইয়াসের তাণ্ডবে ভাসছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে রয়েছে সুন্দরবনের রানিপুর, রাঙাবেলিয়াও। ভাসছে সেখানকার বাসিন্দাদের সংসারও। এমন অবস্থায় তাঁদের পাশে দাঁড়ালেন মধ্যমগ্রামের কয়েক জন। ওই সব এলাকার বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাঁরা। ঠিক যেমনটা তাঁরা করেছিলেন আমপানের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পরেও।
মধ্যমগ্রামের বাসিন্দা সুমেলি ঘোষ চক্রবর্তী এবং তাঁর সঙ্গী, ওই এলাকারই বাসিন্দা সুজয়,অর্ক,পার্থ,দীপ-সহ অনেকে। রানিপুর এবং রাঙাবেলিয়ার বাসিন্দাদের হাতে তাঁরা তুলে দিয়েছেন চিঁড়ে,মুড়ি, বাতাসা,খই, ছাতু, কলা, বিস্কুট, ডিমসেদ্ধ,ফল-সহ নানা ধরনের খাবার। মোট ১৬৫টি পরিবারকে খাবার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুমেলি।
সুমেলি বলছেন, ‘‘প্রাকৃতিক বিপর্যয় ভয়ঙ্কর থাবা বসিয়েছে সুন্দরবন এলাকায়। এখন কিছুতেই চুপ করে বসে থাকা যায় না। এই কাজের জন্য সঙ্গীরও অভাব হয়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy