অন্য ভাবে বসন্ত উৎসব পালন করল একটি ভ্রমণ সংস্থা। এ বছর তাদের বিশেষ ভাবনা ছিল ‘সম্প্রীতির রং লাগুক সবার মনে’। আয়োজকদের দাবি, বসন্ত উদ্যাপনের মধ্য দিয়েই মানুষের অন্তরের নেতিবাচক দিক দূর করার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সকলকে বাঁধা হয়েছে সম্প্রীতির ‘বিনি সুতো’য়। মিলনের সেই রেশ ছুঁয়ে থাকবে সকলের মন।
শিল্প ও সংস্কৃতি প্রীতির জন্যও এই ভ্রমণ সংস্থার বিশেষ নাম আছে। প্রতি বছর বসন্ত উৎসবেই নতুন চমক দিয়ে থাকে তাঁরা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ওড়িশার ময়ূরভঞ্জে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। সেখানকার আঞ্চলিক নৃত্য ছৌয়ের বিশেষ ধারা প্রদর্শিত হয়েছিল। ঐতিহ্যবাহী নৃত্যের এই ধারা মূলত লোকনৃত্য ও সামরিক শিল্প সম্পর্কিত। শিল্পীরা নাচের সময় মুখোশও পরিধান করেন না।
আরও পড়ুন:
আয়োজকদের পক্ষ থেকে সংস্থার কর্ণধার সুমেলী ও পার্থ জানান, আবির খেলার পাশাপাশি ছিল বিভিন্ন আয়োজন। খেলাধুলোর আয়োজনও ছিল। যেমন- গৃহস্থালির কাজ সম্পর্কিত একটি খেলা ‘কে হবে আজকের সেরা কর্তা’। আর ছিল ‘ভোজন রসিক’ বাঙালিদের জন্য জিভে জল আনা একাধিক পদ দিয়ে পেট পুরে খাওয়া দাওয়ার আয়োজন।