টোটো দুর্ঘটনায় জখম চার স্কুলছাত্রী ও তাদের অভিভাবকেরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর চিড়িয়ামোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের দিকে আসা একটি টোটো ও অটোর মুখোমুখি ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে স্থানীয় নিবেদিতা বিদ্যাপীঠের দ্বিতীয় শ্রেণির ওই চার ছাত্রী। তাদের কপালে, মুখে, হাতে ও পায়ে আঘাত লাগে। দুর্ঘটনার পরেই অটো নিয়ে পালান চালক। ট্র্যাফিক পুলিশ ও স্থানীয়েরা আহত পড়ুয়া এবং অভিভাবকদের অন্য একটি অটোয় করে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। এ দিনই বাস থেকে নামা স্কুলপড়ুয়া দুই ছাত্রীকে লালকুঠির কাছে ধাক্কা মারে বাঁ দিক দিয়ে ওভারটেক করা একটি টোটো। জখম হয় ওই পড়ুয়ারা।
ঘটনার পরে ব্যারাকপুরে অনিয়ন্ত্রিত অটো ও টোটোর চলাচল নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের বক্তব্য, এমনিতেই শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় অটো ও টোটো স্ট্যান্ড রয়েছে রাস্তা আটকে। এস এন ব্যানার্জি রোড, ঘোষপাড়া রোড বা বারাসত রোডের মতো যানবহুল রাস্তায় যেখানে-সেখানে টোটো ও অটোয় যাত্রী তোলা এবং নামানোর ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)