ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণের। দেগঙ্গার বিশ্বনাথপুর বুড়ির দরগা এলাকার বাসিন্দা ওই তরুণের নাম দীপ রায় (২১)। পুলিশ জানিয়েছে, ব্রিগেড থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে উঠতে যাওয়ার সময়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা খেয়ে আহত হন তিনি। কলকাতার হেস্টিংস থানার পুলিশ তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের পরে সোমবার দেগঙ্গার বাড়িতে আনা হয়। স্থানীয় সূত্রের খবর, দীপ পেশায় ভ্যানচালক। তাঁর বাবা সঞ্জীব বাসকর্মী। মা চম্পা আয়ার কাজ করেন। সঞ্জীব বলেন, “প্রধানমন্ত্রীকে দেখতে ব্রিগেডে যাবে বলে সকাল থেকে জেদ ধরেছিল ছেলে। পাড়া থেকে বাস যাচ্ছিল। সেই বাসেই বন্ধুদের সঙ্গে উঠে পড়ে। সভা শেষে সকলে বাড়ি ফিরে এলেও ছেলে ফেরেনি। সঙ্গীরা বলে, দীপ হারিয়ে গিয়েছে। রাতে পুলিশ জানায়, দুর্ঘটনায় জখম হয়েছে ছেলে। রাতেই এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখি, মারা গিয়েছে।” দীপের বন্ধু সুজয় বৈদ্য বলেন, “সভা শেষে গাড়িতে সকলে ফিরে এলেও দীপ আসেনি। ঘণ্টা তিনেক ধরে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। এরপরে আমরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই।” দীপের মা চম্পার কথায়, “ছেলেকে বলেছিলাম, ভিড়ে যাস না। শুনল না কথা। আর ফিরল না।” বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক দীপিকা চট্টোপাধ্যায় বলেন, “পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাজ্য নেতৃত্বকে বলেছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy