ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই
একুশে জুলাইয়ে মঞ্চ থেকে কাটমানি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর দাবি, ‘সরকারি প্রকল্পে যাতে প্রত্যেকের কাছে সুষ্ঠু ভাবে পৌঁছয়, সেজন্য মহৎ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু, রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।’ কাটমানির পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এজন্য দলীয় কর্মীদের আন্দোলন শুরুর নির্দেশও দিয়েছেন তিনি।
উজালার কাটমানির হিসেবেও চেয়ে তৃণমূলকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ধর্মতলার সমাবেশস্থলে আসার সময় তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। হুগলির গুড়াপ, পটাশপুর-সহ একাধিক জায়গায় তৃণমূলকর্মীদের উপর বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। এ নিয়ে সোমবারই ওই এলাকাগুলিতে পাল্টা প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি।
জনসভা থেকে মমতার অভিযোগ, ‘‘গত লোকসভা নির্বাচনে হিসেব বহির্ভূত টাকা খরচ করেছে বিজেপি। বিদেশ থেকেও টাকা সাহায্য পেয়েছে তারা।’’ সেই টাকার হিসেব দেওয়ার দাবিও তুলেছেন মমতা। দলীয় কর্মীদেরও কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তিনি। সমাবেশ মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘ঘরে বসে কখনই রাজনীতি করা যাবে না। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।’’
একুশের জনসভা থেকে পিআরটি স্কেলের দাবিতে অনশনকারী শিক্ষকদের কড়া বার্তা দিলেন মমতা। সমাবেশ মঞ্চ থেকে তাঁর মন্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চাইলে দিল্লির চাকরি করুন।’’
বিধানসভায় বিজেপির বিরুদ্ধে লড়তে কংগ্রেস ও সিপিএমকে একসঙ্গেই আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে ভিন্ন সুর তৃণমূল নেত্রীর। এ দিন কংগ্রেস ও সিপিএমকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, ‘‘কংগ্রেস ও সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ছে না। তারা যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। ওদের তৃণমূলকে সমর্থন করতে হবে না। আগে বিজেপির বিরুদ্ধে লড়ুক।’’
অবশ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বেতনবৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, ‘‘পে কমিশনের রিপোর্ট জমা পড়লে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি সাধ্যমতো পূরণ করার চেষ্টা করবে সরকার।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
• মনে রাখবেন, ওই টাকা আপনার থাকবে না, দলে যোগ দেওয়ার পরই কেড়ে নেব
• যদি কেউ দু’কোটি টাকা দেয়, আপনি কি বিজেপিতে যাবেন?
• কেউ কেউ আমার মৃত্যু কামনা করে, তাঁদের আমি বলি, আমায় চমকালে আমি চমকাই, আমায় গর্জালে আমি বর্ষাই
• এখানে উত্তরপ্রদেশ, বিহার-সহ বহু রাজ্যের মানুষ এ রাজ্যে আছেন, বলুন তো, কখনও কারও কোনও সমস্যা হয়েছে?
• এই বাংলায় কী হয়নি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দিয়েছি আমরা, আরও দেব
• সিপিএম বা কংগ্রেসের যদি কেউ ভাল মানুষ থাকে, তাঁদের দলে টেনে আনবেন
• পাড়ায় পাড়ায় যাঁরা তৃণমূল করতে চাইবেন, তাঁদের আহ্বান জানাবেন
• ২৬ তারিখ থেকে আমি আবার জেলায় জেলায় যাব
• অনেক জায়গায় বাস আটকে দিয়েছে
• আমাদের স্পেশাল ট্রেন দেয়নি, অনেক ট্রেন বাতিল করেছে
• তৃণমূল কংগ্রেস ছিল, আছে থাকবে
• আপনারাই দলের সম্পদ (পুরনো কর্মীদের বার্তা)
• কে কোথায় ডাকল কি না ডাকল, আপনি চলে যাবেন
• যাঁরা প্রতারণা করেছেন, টাকা নিয়ে যাঁরা ভোট করেছে, তাঁদের চিহ্নিত করুন
• আমরা ২৬টা পেয়েছিলাম, আর তোরা ১৮টা পেয়েই বলছিস, তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল?
• শিক্ষক-শিক্ষিকারাই আমাদের সম্পদ, তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করে শিক্ষক দিবস পালন করবেন
• বাংলা সব উৎসব, অনুষ্ঠান করে, বাংলা সংস্কৃতির পীঠস্থান
• যাকে-তাকে সিবিআই, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, বিজেপিতে যোগ দাও, না হলে গ্রেফতার করব
• বিজেপিতে গিয়েছ বলে কিন্তু পুরনো কেস তুলে নেওয়া হবে না
• আমাকে সমর্থন করতে হবে না, সিপিএমের হার্মাদরা বিজেপিতে গিয়ে ভিড়েছে
• কংগ্রেস এবং সিপিএম-কে আমি বলব, যে ডালে বসে আছ, সেই ডাল না কেটে বিজেপির বিরুদ্ধে লড়াই কর
• আমি আপনাদের জিজ্ঞাসা করছি, অঞ্জনা বসু কতবার বিজেপিতে যোগ দিয়েছেন?
• ফরেন ফান্ড কত এসেছে? কত কাট মানি খেয়েছ?
• ইলেকশনে এত টাকা খরচ করলেন, সেই টাকা কোথা থেকে এল, জবাব চাই, জবাব দাও
• উজালাটা একটু বের করব? আপনাদের কর্মীরাই
• গ্রামে গ্রামে গিয়ে বলবেন, উজালার কাট মানি ফেরত দাও
• ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব
• এই বাংলা মাথা নত করবে না, বিজেপি জেনে রেখ, এই বাংলা মাথা নত করবে না
• বাল্যবিবাহ রোধ করেছে বাংলা, ভেদাভেদ ঘুচিয়ে দেওয়ার আন্দোলন হয়েছে বাংলায়
• আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপানে কেন ইভিএম-এ ভোট হয় না? শুধু ভারতে? কেন হবে এটা
• তাই আমরা বলছি, ব্যালটে ভোট হবে, পুরসভা-পঞ্চায়েত ভোট ব্যালটে করে আমরা পথ দেখাব
• কী ভাবে সব অঙ্ক মিলে গেল?
• ১৯-এর নির্বাচনটা একটা মিস্ট্রি, হিস্ট্র নয়, মিস্ট্রি
• বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনি হচ্ছে, সেখানে বহু যুবক-যুবতী কাজ পাবে
• আর এখানে কানপুর থেকে নাগপুর থেকে মেধাবী ছেলেরা এখানে আসছে
• আমি প্রকল্প তৈরি করেছি, ৫ লক্ষ বেকারের চাকরি হবে
• এবার বৃষ্টি কম হচ্ছে, আমরা দুশ্চিন্তায় আছি
• আমরা সব কাজ করেছি, তোমরা একটা কাজ করনি, খালি মিথ্যে কথা বলে বেড়িয়েছ
• ইসকনের মন্দির এবং সেখানে ইসকন সিটি তৈরির জন্য ৭০০ একর জমি দেওয়া হয়েছে
• সেখানে সব ব্যবস্থা আমরা করে দিয়েছি, তারাপীঠে যাও, সেখানেও আমরা করেছি, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছি
• আমাদের ধর্ম শেখাচ্ছে? এই তো শ্রাবণী মেলা শুরু হয়েছে, লাখ লাখ মানুষ যাচ্ছে তারকেশ্বরে
• আমার কাছে একটা ভিডিয়ো আছে, যেটাতে এক বিজেপি নেতা বলছেন, হিন্দুদের মরতে দাও
• কখনও সংখ্যালঘুদের উপর অত্যাচার
• আর এখন সংসদ ভাল ভাবে চলছে মানে এটা বিরোধীদের কৃতিত্ব, তোমাদের (বিজেপির) নয়
• রাজীব গাঁধী ৪০০ আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সংসদ ভাল করে চালাতে পারেননি
• সিবিআই-কে দিয়ে ভয় দেখানো হবে, ইডি-কে দিয়ে ভয় দেখানো হবে
• কিন্তু আপনারা এর প্রতিবাদ করবেন না
• আরও ডাকবে, আর তুমি ওই বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ কর, তাহলে গ্রেফতার করা হবে না
• শতাব্দী রায়কে একা নয়, প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডেকেছে ইডি
• এখন গণতন্ত্রকে পুরো বুলডোজ করা হচ্ছে, রাতারাতি বিল নিয়ে আসা হচ্ছে
• আমি অনেক কিছু দেখেছি, অটলজির সরকার দেখেছি, দেবগৌড়ার সরকার দেখেছি
• সিপিএমের উদ্দেশে বলি, ৩৪ বছর ধরে অত্যাচার করে এখন বিজেপিতে গিয়ে সন্ত্রাস করছে
• যাঁরা কেন্দ্রের হারে মাইনে চান, তারা কেন্দ্রে যান
• এই দলের পিছনে লাগা সহজ
• এটা গরিবের দল, এটা গ্রাম গঞ্জ থেকে আসা সাধারণ মানুষের দল
• উত্তরপ্রদেশে ১০ দলিত মানুষকে গুলি করে খুন করা হল
• এত টাকা এল কোথা থেকে? টাকা ফিরিয়ে দাও
• ইলেকশনে কত টাকা নিয়েছ? সেই সব টাকা ফিরিয়ে দাও, এটা হবে আমাদের আন্দোলন
• ডাকাতদের সর্দার, ওরা আবার বলছে কাটমানি ফেরত দাও
• আমি নতুন কর্মসূচি নিচ্ছি, ব্ল্যাক মানি ফিরিয়ে দাও
• ওরা বলছে কাটমানি ফেরত দাও, ওরাই তো সবচেয়ে বড় চোর
• নিজেরা সংযত হন, নাহলে মানুষ এর বদলে নেবে
• আমি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে নজর রাখার কথা বলেছিলাম
• আর বিজেপি গিয়ে বলছে, কাটমানি ফিরিয়ে দাও
• যেখানে যেখানে এসব করা হয়েছে আগামিকালই সেখানে পাল্টা মিছিল হবে
• এর পাল্টা দিলে পারবেন তো রুখতে?
• বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়
• তৃণমূলের ৮ বছরে কাউকে বয়কট করা হয়নি
• ৩৪ বছরে হার্মাদরা যে অত্যাচার করেছে, তাতে আমরা কিন্তু, কারও গায়ে হাত দিইনি
• ১৮ আসন পেয়ে চিৎকার করছে, আমরা কারও গায়ে হাত দিইনি
• বাইরের ধার করা নেতা আনা হচ্ছে
• আরএসএসের লোকজন আনা হচ্ছে
• আজও গুড়াপে আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করা হয়েছে, যেখানে যেখানে বাধা দিয়েছে বিজেপি, আগামিকাল সেখানেই প্রতিবাদ সভা হবে
• কয়েকটা সিট পেয়ে এমন শুরু করেছে, আমাদের পার্টি অফিস দখল করতে শুরু করেছে
• তাও মেজরিটি পায়নি, মনে রাখবেন এখনও আমাদের ২৪ টা, বিজেপির ১৮টা
• হঠাৎ এখন কী হল, লোকসভার ভোটে ইভিএম প্রতারণা করে, সিআরপিএফ দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে— অনেক রকম ভাবে ভোট করে একটা নির্বাচনে কিছু সিট পেয়ছে
• ট্রেন বন্ধ করে দিয়েছে, যাতে তৃণমূল কর্মীরা সভায় আসতে না পারে।
• অনেক জায়গায় ট্রেন বন্ধ করে দিয়েছে, আমার কাছে খবর আছে,
• আমি যতক্ষণ না কিছু কথা বলব, আপনারা কেউ সভা ছেড়ে যাবেন না
• আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, অনেক কষ্ট করে আপনারা এই সভায় এসেছেন
শুভেন্দু অধিকারীর বক্তব্য
• এরা (বিজেপি) বাংলার সংস্কৃতি জানে না
• ইভিএম-এ ভোট হলে ফল এক রকম হয়, আর ব্যালটে ভোট হলেই ফল উল্টে যায়
• তাই ইভিএম বাতিল করে ব্যালট ফেরাতে হবে
যা বললেন অভিষেক
• ইভিএম নয়, ব্যালট ফেরাও
• ইভিএমে ভোট হলে একরকম ফল, আর ব্যালটে ভোট হলে বিজেপি ভোকাট্টা
• ২০২১-এ ২৫০-র বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy