দুর্গাপুর স্টেশনে কেন্দ্রীয় বাহিনী। নিজস্ব চিত্র।
কিছু দিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তার আগেই জানা গেল, প্রথম দফায় রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। শনিবার দুর্গাপুরে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর বেশ কিছু জওয়ান। ধাপে ধাপে আসবেন বাকিরাও। শহর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে জওয়ানদের। নির্ঘণ্ট ঘোষণার পরই তাঁদের দিয়ে রুট মার্চ করানোর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
২০২১ সালের বিধানসভা ভোটে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও তৈরি থাকতে বলা হয়েছে। এ বার নির্বাচন হতে চলেছে করোনা পরিস্থিতির মধ্যে। সে কথা মাথায় রেখে বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ২২ হাজার অতিরিক্ত বুথ থাকবে। তা নিয়ে মোট বুথের সংখ্যা হয়েছে ১ লক্ষের কিছু বেশি।
বর্ধিত বুথের কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও বাড়ানো হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আপাতত রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ফেব্রুয়ারির শেষে। ১২৫ কোম্পানির মধ্যে ৬০ কোম্পানি সিআরপিএফ থাকবে। এ ছাড়াও সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং বিএসএফ থাকবে নিরাপত্তার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশের পরই স্পর্শকাতর এলাকায় শুরু হবে রুট মার্চও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy