ট্রেন ধরতে ভিন রাজ্যের স্টেশনে ভিড়। ছবি- পিটিআই।
ভিন্রাজ্যে আটকে থাকাদের ফেরানোর জন্য আরও ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন সে কথা। কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়ছে, তার তালিকাও প্রকাশ করে দেওয়া হল রাজ্য সরকারের ওয়েবসাইটে।
বৃহস্পতিবার দুপুর ২টো ৬ মিনিটে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের রাজ্যের যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এবং পশ্চিমবঙ্গে ফিরতে চাইছেন, তাঁদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমরা অতিরিক্ত ১০৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি।’’ মুখ্যমন্ত্রী আরও লিখেছেন যে, আগামী দিনগুলিতে এই ট্রেনগুলি দেশের নানা প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের লোকজনকে নিয়ে রওনা হয়ে গোটা রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।
মুখ্যমন্ত্রী নিজের টুইটেই রাজ্য সরকারের একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছেন। কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়বে, তার বিশদ বিবরণ সেই লিঙ্কে রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফেও বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে। এ রাজ্যের বাসিন্দারা অন্য যে সব রাজ্যে আটকে রয়েছেন, সেই সব রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই এই ট্রেনগুলি চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে।
যে বিশেষ ট্রেনগুলি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসেছে, সেগুলি ছাড়াও এই অতিরিক্ত ১০৫টি ট্রেনের বন্দোবস্ত হয়েছে। পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক-সহ যাঁরাই রাজ্যের বাইরে গিয়ে লকডাউনের জেরে আটকে পড়েছেন এবং ফিরতে চাইছেন, তাঁদের সকলের দিকেই সাহায্যের হাত বাড়ানো হচ্ছে বলে রাজ্য সরকারের আশ্বাস। সেই সংখ্যাটা ঠিক কত, তা অবশ্য রাজ্য সরকারের তরফে এখনও জানানো হয়নি। এই অতিরিক্ত ১০৫টি ট্রেন চললেই রাজ্যে ফিরতে ইচ্ছুক সকলের ফেরার ব্যবস্থা হয়ে যাবে, নাকি এর পরেও আরও বিশেষ ট্রেন চালানোর প্রয়োজন হবে, তা এখনই পুরোপুরি স্পষ্ট হচ্ছে না। কিন্তু ভিনরাজ্যে আটকে থাকা লোকজনের একটা বিরাট অংশ বাংলায় দ্রুত ফিরতে যে রকম ব্যগ্র, তাতে এই ১০৫টি বিশেষ ট্রেন আপাতত অনেকটাই সুরাহা করবে বলে রাজ্য সরকার মনে করছে।
আরও পড়ুন: বেলেঘাটা আইডি দেখে ‘মুগ্ধ’, ভূয়সী প্রশংসা কেন্দ্রের পাঠানো দলের
বৃহস্পতিবার দুপুরের মধ্যেই রাজ্য সরকার তালিকা প্রকাশ করে জানিয়ে দিয়েছে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের উদ্দেশে কবে ট্রেন ছাড়বে। এর পরে আরও ট্রেন প্রয়োজন হবে কি না, তা রাজ্য সরকারের সামনে আগামী কয়েক দিনেই পরিষ্কার হয়ে যাবে বলে নবান্ন সূত্রের খবর।
আরও পড়ুন: গ্রামবাংলার অর্থনীতির জাগরণ ঘটাতে নতুন প্রকল্প ঘোষণা মমতার
কবে কোন রাজ্যের কোন শহর থেকে পশ্চিমবঙ্গের কোন শহরের জন্য ট্রেন ছাড়বে:
কোন রাজ্য থেকে চলবে যে স্টেশন থেকে ছাড়বে ছাড়ার সম্ভাব্য দিন কোন স্টেশনে পৌঁছবে পৌঁছনোর সম্ভাব্য দিন
মহারাষ্ট্র মুম্বই ১৬ মে হাওড়া ১৭ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ১৬ মে মালদহ টাউন ১৭ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ১৬ মে নিউ কোচবিহার ১৭ মে
দিল্লি নয়াদিল্লি ১৭ মে খড়্গপুর ১৮ মে
উত্তরাখণ্ড হরিদ্বার ১৭ মে হাওড়া ১৮ মে
মহারাষ্ট্র মুম্বই ১৭ মে নিউ কোচবিহার ১৮ মে
তামিলনাড়ু চেন্নাই ১৭ মে মালদহ টাউন ১৮ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ১৭ মে নিউ কোচবিহার ১৮ মে
গুজরাত আমদাবাদ ১৮ মে হাওড়া ১৯ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ১৮ মে হাওড়া ১৯ মে
রাজস্থান পালি ১৮ মে হাওড়া ১৯ মে
কেরল কোট্টায়ম ১৮ মে নিউ কোচবিহার ১৯ মে
মহারাষ্ট্র নাগপুর ১৮ মে মালদহ টাউন ১৯ মে
গুজরাত আমদাবাদ ১৯ মে মালদহ টাউন ২০ মে
উত্তরপ্রদেশ মথুরা ১৯ মে হাওড়া ২০ মে
মহারাষ্ট্র নাগপুর ১৯ মে হাওড়া ২০ মে
তামিলনাড়ু চেন্নাই ১৯ মে হাওড়া ২০ মে
কেরল মলপুর্রম ১৯ মে কৃষ্ণনগর ২০ মে
দিল্লি নয়াদিল্লি ২০ মে বর্ধমান ২১ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ২০ মে নিউ কোচবিহার ২১ মে
রাজস্থান জয়পুর ২০ মে দুর্গাপুর ২১ মে
হিমাচল প্রদেশ উনা ২০ মে হাওড়া ২১ মে
মহারাষ্ট্র ঠাণে ২০ মে নিউ কোচবিহার ২১ মে
কেরল কোঝিকোড় ২০ মে হাওড়া ২১ মে
গুজরাত আমদাবাদ ২১ মে নিউ কোচবিহার ২২ মে
মহারাষ্ট্র মুম্বই ২১ মে মালদহ টাউন ২২ মে
তামিলনাড়ু চেন্নাই ২১ মে মালদহ টাউন ২২ মে
কেরল মলপুর্রম ২১ মে নিউ কোচবিহার ২২ মে
দিল্লি নয়াদিল্লি ২২ মে নিউ কোচবিহার ২৩ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ২২ মে মালদহ টাউন ২৩ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ২২ মে মালদহ টাউন ২৩ মে
কেরল কোল্লাম ২২ মে নিউ কোচবিহার ২৩ মে
কেরল আলাপুঝা ২৩ মে নিউ কোচবিহার ২৪ মে
গুজরাত সুরত ২৩ মে হাওড়া ২৪ মে
মহারাষ্ট্র পুণে ২৩ মে নিউ কোচবিহার ২৪মে
তামিলনাড়ু চেন্নাই ২৩ মে হাওড়া ২৪ মে
কেরল এর্নাকুলাম ২৪ মে কৃষ্ণনগর ২৫ মে
দিল্লি নয়াদিল্লি ২৪ মে খড়্গপুর ২৫ মে
কর্নাটক বেঙ্গালুরু আর্বান ২৪ মে হাওড়া ২৫ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ২৪ মে হাওড়া ২৫ মে
গুজরাত সুরত ২৫ মে মালদহ টাউন ২৬ মে
মহারাষ্ট্র পুণে ২৫ মে হাওড়া ২৬ মে
তামিলনাড়ু চেন্নাই ২৫ মে নিউ কোচবিহার ২৬ মে
কেরল ত্রিশূর ২৫ মে নিউ কোচবিহার ২৬ মে
দিল্লি নয়াদিল্লি ২৬ মে নিউ কোচবিহার ২৭ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ২৬ মে হাওড়া ২৭ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ২৬ মে খড়্গপুর ২৭ মে
কেরল কোট্টয়ম ২৬ মে মালদহ টাউন ২৭ মে
মহারাষ্ট্র রায়গড় ২৭ মে নিউ কোচবিহার ২৮ মে
তামিলনাড়ু চেন্নাই ২৭ মে মালদহ টাউন ২৮ মে
উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর ২৭ মে নিউ কোচবিহার ২৮ মে
কেরল মলপুর্রম ২৭ মে হাওড়া ২৮ মে
হরিয়ানা গুরুগ্রাম ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
রাজস্থান জয়পুর ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
কেরল তিরুঅনন্তপুরম ২৮ মে নিউ কোচবিহার ২৯ মে
কেরল এর্নাকুলম ২৯ মে নিউ কোচবিহার ৩০ মে
মহারাষ্ট্র অমরাবতী ২৯ মে হাওড়া ৩০ মে
তামিলনাড়ু কোয়েম্বত্তূর ২৯ মে হাওড়া ৩০ মে
উত্তরপ্রদেশ মোরাদাবাদ ২৯ মে বর্ধমান ৩০ মে
কেরল কোঝিকোড় ৩০ মে নিউ কোচবিহার ৩১ মে
হরিয়ানা গুরুগ্রাম ৩০ মে বর্ধমান ৩১ মে
রাজস্থান জয়পুর ৩০ মে বর্ধমান ৩১ মে
তেলঙ্গানা হায়দরাবাদ ৩০ মে মালদহ টাউন ৩১ মে
কেরল কান্নুর ৩১ মে কৃষ্ণনগর ১ জুন
মহারাষ্ট্র ঠাণে ৩১ মে নিউ কোচবিহার ১ জুন
তামিলনাড়ু চেন্নাই ৩১ মে মালদহ টাউন ১ জুন
উত্তরপ্রদেশ লখনউ ৩১ মে নিউ কোচবিহার ১ জুন
কেরল কোল্লাম ১ জুন নিউ কোচবিহার ২ জুন
অন্ধ্রপ্রদেশ গুন্টুর ১ জুন হাওড়া ২ জুন
হরিয়ানা গুরুগ্রাম ১ জুন খড়্গপুর ২ জুন
রাজস্থান জয়পুর ১ জুন খড়্গপুর ২ জুন
কেরল কোঝিকোড় ২ জুন মালদহ টাউন ৩ জুন
মধ্যপ্রদেশ ইনদওর ২ জুন বর্ধমান ৩ জুন
মহারাষ্ট্র মুম্বই ২ জুন হাওড়া ৩ জুন
তামিলনাড়ু তিরুপ্পুয়র ২ জুন হাওড়া ৩ জুন
কেরল কান্নুর ৩ জুন নিউ কোচবিহার ৪ জুন
অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম ৩ জুন মালদহ টাউন ৪ জুন
হরিয়ানা গুরুগ্রাম ৩ জুন নিউ কোচবিহার ৪ জুন
রাজস্থান জয়পুর ৩ জুন নিউ কোচবিহার ৪ জুন
মহারাষ্ট্র ঠাণে ৪ জুন নিউ কোচবিহার ৫ জুন
পঞ্জাব লুধিয়ানা ৪ জুন নিউ কোচবিহার ৫ জুন
তামিলনাড়ু কাঞ্চিপুরম ৪ জুন মালদহ টাউন ৫ জুন
কেরল তিরুঅনন্তপুরম ৪ জুন মালদহ টাউন ৫ জুন
অন্ধ্রপ্রদেশ চিত্তর ৫ জুন হাওড়া ৬ জুন
হরিয়ানা পানিপথ ৫ জুন নিউ কোচবিহার ৬ জুন
জম্মু ও কাশ্মীর জম্মু ৫ জুন নিউ কোচবিহার ৬ জুন
কেরল পাথানামথিট্টা ৫ জুন নিউ কোচবিহার ৬ জুন
মহারাষ্ট্র মুম্বই ৬ জুন হাওড়া ৭ জুন
পঞ্জাব জালন্ধর ৬ জুন নিউ কোচবিহার ৭ জুন
কেরল এর্নাকুলম ৬ জুন মালদহ টাউন ৭ জুন
কেরল এর্নাকুলম ৭ জুন নিউ কোচবিহার ৮ জুন
মহারাষ্ট্র পুণে ৮ জুন মালদহ টাউন ৯ জুন
কেরল কোট্টয়ম ৮ জুন মালদহ টাউন ৯ জুন
কেরল মলপুর্রম ৯ জুন নিউ কোচবিহার ১০ জুন
মহারাষ্ট্র মুম্বই ১০ জুন নিউ কোচবিহার ১১ জুন
কেরল মলপুর্রম ১০ জুন মালদহ টাউন ১১ জুন
কেরল পালাক্কড় ১১ জুন নিউ কোচবিহার ১২ জুন
মহারাষ্ট্র মুম্বই ১২ জুন হাওড়া ১৩ জুন
কেরল কোঝিকোড় ১২ জুন মালদহ টাউন ১৩ জুন
কেরল কোঝিকোড় ১৩ জুন নিউ কোচবিহার ১৪ জুন
মহারাষ্ট্র মুম্বই ১৪ জুন মালদহ টাউন ১৫ জুন
কেরল এর্নাকুলম ১৪ জুন মালদহ টাউন ১৫ জুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy