Wedding special 2022: These bridal hairstyles will give you disney princess look dgtl
Wedding special 2022
বিয়েতে চুলের সাজ হোক ডিজনির রাজকন্যাদের মতো
স্নিগ্ধ ও মার্জিত চুলের সাজ চাইলে চোখ বন্ধ করে চুল বেঁধে নিন এই ভাবে। মুক্তোর মতো পুঁথি দেওয়া ব্যান্ড অবশ্যই রাখুন কেশসজ্জায়। অন্যদিকে অগোছালো চুল এবং মুক্তোর সাজের এই জুটি আপনাকে করে তুলবে আবেদনময়ী।
এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৭:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
রাপুনজেল অথবা জেসমিন- ছোটবেলার সঙ্গে জড়িয়ে থাকে বেশ কয়েক জন ডিজনি প্রিন্সেস। যেমন তাদের সাজপোশাক, তেমনই চুলের বাহার। এ বার রাজকুমারীদের সেই বাহারি চুলের সাজই যোগ করতে পারেন আপনার বিয়েতে।
০২১২
কী রকম হবে সেই সাজ, তার হদিস নিয়ে এল এই প্রতিবেদন। মেহেন্দি বা সঙ্গীতে এই ধরনের বাবল পনিটেল, বাবল ব্রেইড করে চমকে দিন সকলকে। সাজে একইসঙ্গে আসবে সৌন্দর্য ও আভিজাত্যের ছোঁয়া।
০৩১২
পরিপাটি করে বাঁধা এই বাবল পনিটেল সঙ্গীতের অনুষ্ঠানের জন্য একেবারে আদর্শ। সঙ্গে কিছু বিডসের ব্যান্ড বেঁধে এবং শুধু।
০৪১২
মাঝখানে অর্ধেক চুল নিয়ে বাঁধা এই বাবল পনিটেল। দুই পাশে ছোট ছোট ফুল সাজিয়ে নিন।
০৫১২
একটু মেসি লুক চাইলে এই বাবল ব্রেইড হয়ে উঠতে পারে আপনার প্রথম পছন্দ। রাজকন্যার মতো অনন্য হয়ে উঠবেন আপনিও।
০৬১২
স্নিগ্ধ ও মার্জিত চুলের সাজ চাইলে চোখ বন্ধ করে চুল বেঁধে নিন এই ভাবে। মুক্তোর মতো পুঁথি দেওয়া ব্যান্ড অবশ্যই রাখুন কেশসজ্জায়।
০৭১২
অগোছালো চুল এবং মুক্তোর সাজের এই জুটি আপনাকে করে তুলবে আবেদনময়ী। সামনে দুই দিকে ছাড়া থাকুক চুলের অল্প একটু অংশ।
০৮১২
বানিয়ে ফেলতে পারেন এই ধরনের বাবল পনিটেল। সঙ্গে থাকুক মানানসই গোলাপি ফুল। মেহেন্দির সাজ হয়ে উঠবে আরও নজরকাড়া।
০৯১২
সাবেক সাজ চাইলে এই বাবল পনিটেলের সঙ্গে কোনও রকম আপস নয় কিন্তু!
১০১২
আলগা ভাবে কয়েকটা ছোট গোলাপ দিয়ে সাজাতে পারেন। মেহেন্দি বা সঙ্গীত, যে কোনও অনুষ্ঠানেই হোক বাজিমাত।
১১১২
শক্ত করে বাঁধা এই বাবল পনিটেলের সঙ্গে পছন্দসই ফুলে সাজিয়ে নিন চুল। বেশ মোহময়ী লাগবে এই সাজে।
১২১২
একটু জমকালো সাজ চাইলে বেঁধে নিন ক্রাউন ব্রেইড। মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকুক দু’চারটি ছোট সাদা ফুল।