বালুচরী: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের কাছে বালুচর নামে এক এলাকায় উৎপত্তি এই শাড়ির। এর মূল বৈশিষ্ট্য চিত্র, কল্কা, পাড়, বুটি। শোনা যায়, এই শাড়ির নকশা অন্যান্য শাড়িতে পাওয়া যায় না। মূলত রেশম শাড়ি হলেও পরবর্তী কালে তুলো থেকে তাঁতের বালুচরী তৈরি করা হয়। ইদানিং বাজারে পাওয়া যাচ্ছে জৈব বালুচরী, যেগুলি বাঁশ, কলা ইত্যাদি গাছ থেকে পাওয়া সুতো থেকে তৈরি।