Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Wedding special 2022

বিয়ের আগে ত্বকের যত্নে ঘি! জেনে নিন তার জাদু

ঘি-তে রয়েছে ভিটামিন ই। তাই ত্বকে পুষ্টি জোগাতে বিশেষ কার্যকরী। চোখ ও কপালের বলিরেখা এবং চোখের ক্লান্তি দূর করে ঘি।

রূপচর্চা হোক ঘি দিয়ে

রূপচর্চা হোক ঘি দিয়ে

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৫০
Share: Save:

বাঙালির রান্নাঘরে ঘিয়ের জায়গা চিরন্তন। অল্প একটু ঘি দিলেই যে কোনও রান্না হয়ে ওঠে স্বাদে ও গন্ধে অতুলনীয়। তবে রূপচর্চাতেও যে ঘিয়ের জুড়ি নেই, সে খবর রাখেন? ঘিয়ের গুণাবলির কারণে আয়ুর্বেদ শাস্ত্রে রূপচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ঘিয়ের উল্লেখ রয়েছে।

শুষ্ক ত্বকের পরিচর্যায়: শীতে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার ফলে ত্বক শুকিয়ে যায়, তা সে শুষ্ক ত্বকই হোক অথবা তৈলাক্ত ত্বক। অল্প পরিমাণে ঘি নিয়ে হাত পা, কনুই ও হাঁটুতে লাগিয়ে হাল্কা করে মালিশ করে নিন। নিয়মিত তা করলে ত্বকের শুষ্কতা থেকে রেহাই মিলবে।

ফাটা ঠোঁটের যত্নে: ঘুমোতে যাওয়ার আগে আঙুলে অল্প একটু ঘি নিয়ে ঠোঁটে লাগিয়ে বৃত্তাকার গতিতে মালিশ করুন কয়েক মিনিট। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

ময়শ্চারাইজারের ভূমিকায়: কাঁচা দুধের সঙ্গে বেসন মিশিয়ে নিন। এই বার এই মিশ্রণে সামান্য ঘি যোগ করুন। তা ত্বকে লাগিয়ে মালিশ করুন ১৫ মিনিটের মতো। ময়শ্চারাইজিংয়ের পাশাপাশি ঘি ত্বককে আর্দ্র ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

রুখে দিন বলিরেখা: ঘি-তে রয়েছে ভিটামিন ই। তাই ত্বকে পুষ্টি জোগাতে বিশেষ কার্যকরী। চোখ ও কপালের বলিরেখা এবং চোখের ক্লান্তি দূর করে ঘি। ত্বক হয়ে ওঠে আরও উজ্জ্বল।

ফাটা গোড়ালি থেকে মুক্তি: শীতে অনেকেই এই সমস্যায় ভুগতে থাকেন। প্রতি রাত্রে শোওয়ার আগে গোড়ালিতে ঘি মেখে নিন, উপকার পাবেন।

এই প্রতিবেদনটি ‘সাত পাকে বাঁধা’ ফিচারের অংশ।

অন্য বিষয়গুলি:

Wedding special 2022 Wedding tales Ghee Bridal Care Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy