ছবি: টুইটার।
জন্তুদের কত কাণ্ডই না ঘটে চিড়িয়াখানায়! পশুদের নানা কীর্তিকলাপ চাক্ষুষ করতে চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় নেহাত কম হয় না। তেমনই একটি চিড়িয়াখানায় ধরা পড়েছে এক অন্য ছবি। ডুবে যাচ্ছিল একটি জন্তু। খাঁচা টপকে ঝাঁপিয়ে সেই জন্তুর প্রাণ বাঁচালেন চিড়িয়াখানা এক কর্মী।
চিড়িয়াখানায় তখন বহু মানুষের সমাগম। সকলে ঘুরে ঘুরে বিভিন্ন জন্তুকে দেখছেন। এমন সময় নিজের খাঁচার মধ্যেই একটি ঢিবির উপর বসেছিল একটি ওরাংওটাং। ঢিবির পাশেই ছিল জলাশয়। আচমকা ওই জলাশয়ের মধ্যে পড়ে গেল ওরাংওটাংটি। তার পর?
Après qu’un visiteur ait jeté de la nourriture dans l'enclos des Orangs-outans dans un parc zoologique, conduisant l’un d’eux à chuter dans les douves (qu’ils auraient normalement évité car ils ne savent pas nager), un des gardiens du zoo a alors sauté sans réfléchir une… pic.twitter.com/lv8wsyHvps
— Le Contemplateur (@LeContempIateur) July 15, 2023
সাঁতার না জানলে জলে পড়ে গেল মানুষ যেমন ছটফট করে, ঠিক তেমনটাই করতে দেখা গেল ওই ওরাংওটাংটিকে। প্রায় ডুবেই যাচ্ছিল। সেই সময়ই খাঁচা টপকে ওই জলাশয়ে ঝাঁপ দিলেন চিড়িয়াখানার এক কর্মী। তার পর ওরাংওটাংকে জল থেকে টেনে তুললেন তিনি। এর পরে ওরাংওটাংয়ের পেটে চাপ দিয়ে জল বার করার চেষ্টা করেন ওই কর্মী। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। কোন চিড়িয়াখানার ঘটনা, তা জানা যায়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy