দৃষ্টিবিভ্রম ঘটলে মানুষ কতই কী না দেখে! স্বাভাবিক বস্তুও নজরে আসে অস্বাভাবিক রূপে। তেমনই একটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মেরঠে। সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে এক তরুণের নজর পড়ে একটি গাছের উপরে। তিনি লক্ষ করেন গাছের উপর বসে আছেন কেউ। আধো অন্ধকারে তাঁকে ভূত ভেবে আতঙ্কে চিৎকার করে ওঠেন ওই তরুণ। সেই চিৎকার শুনে আশপাশের লোক জড়ো হয়ে যায়। দৃশ্যটি দেখে তারাও হতবাক হয়ে যান। অন্যেরাও সেই অবয়বটিকে অতিপ্রাকৃতিক কিছু ভেবে বসেন। সাহস করে গাছের কাছে এগোতেই ধরা পড়ে আসল রহস্য।
গাছের উপরে যাঁকে দেখে সকলে ভূত ভেবে ধরে নিয়েছিলেন তিনি আসলে রক্তমাংসে গড়া এক মানুষ। এলাকায় ওই মহিলা ভিক্ষা করে দিন কাটান। তাঁকে প্রায় সকলেই চেনেন। তাকে নীচে নামানোর জন্য বার বার চেষ্টা করার পরেও তিনি গাছে বসে ছিলেন। সেখান থেকে নড়তে অস্বীকার করেন। অবশেষে পুলিশ ডাকা হয়, পুলিশ আধিকারিকেরা ধৈর্য ধরে প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। বহু বোঝানোর পর তাকে নীচে নামতে রাজি করানো সম্ভব হয়। জিজ্ঞাসাবাদের পর মহিলার এই অস্বাভাবিক আচরণের ব্যাখ্যা পাওয়া যায়। তিনি মানসিক সমস্যায়ও ভুগছিলেন বলে জানা গিয়েছে। পুলিশকে ওই ভিক্ষুক মহিলা বলেছিলেন যে তিনি ঘুমোনোর জায়গার সন্ধানে গাছে উপরে উঠেছিলেন। নীচে নেমে আসার পর স্থানীয়েরা তাঁকে খাবার খেতে দেন।