ছবি সোশ্যাল মিডিয়া থেকে।
ভাইয়ের হাতে রাখি পরাচ্ছেন দিদি। কিন্তু ভাইয়ের কোনও সাড়া নেই। কী করেই বা সাড়া দেবে সে! পরনে জলরঙা পোশাক। কোমরে বন্দুক। গলায় ঝুলছে মালা। কোমরে দু’হাত রেখে দাঁড়িয়ে ভাই। সেই অবস্থাতেই তাঁর হাতে রাখি বাঁধলেন মহিলা।
আদতে ভাইয়ের মূর্তিতে রাখি পরিয়েছেন দিদি। জম্মু ও কাশ্মীরে শত্রু বিনাশে লড়াইয়ে শামিল হয়ে প্রাণ হারিয়েছেন তাঁর ভাই। সে কারণে তাঁর মূর্তিতেই রাখি পরালেন ওই মহিলা। রাখিবন্ধনের দিন এমনই এক মর্মস্পর্শী ছবি ভাইরাল হয়েছে। ভাইকে হারানোর যন্ত্রণার পাশাপাশি দেশের জন্য জীবন দেওয়ার গর্ব— এই দুই আবেগ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
‘লিঙ্কডিনে’ এই ছবিটি শেয়ার করেছেন বেদান্ত বিড়লা নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই মূর্তিটি রাজস্থানের শহিদ গণপত রাম কাদওয়াসের। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে শহিদ হন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy