সরকার থেকে উন্নয়নের কাজের জন্য তাঁর জমিটি চাওয়া হয়েছিল। কিন্তু মহিলা রাজি নন। সরকার ক্ষতিপূরণের অঙ্ক কয়েক দফা বৃদ্ধি করলেও ডাল গলেনি। নাছোড় মহিলা ঘর ছাড়তে নারাজ। অতঃপর, মহিলার ৪৩০ বর্গফুটের ছোট্ট বাড়িকে ঘিরে দু’পাশ দিয়েই ছুটল রাজপথ। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
চিনের গুয়ারঝাউ শহরে একটি উড়ালপুল তৈরির পরিকল্পনা করে সে দেশের সরকার। সে জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন। সবাই ক্ষতিপূরণ নিয়ে সরে গেলেও সরতে চাননি এক মহিলা। ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়েও তাঁকে টলাতে পারেনি চিনের বাম সরকার। ১০ বছর ধরে চলে একা মহিলার সঙ্গে সর্বশক্তিমান লাল সরকারের লড়াই। শেষ পর্যন্ত ওই মহিলার বাড়ির দু’পাশ দিয়েই তৈরি হয় গগনচুম্বি রাজপথ। যে ছবি দেখে অবাক নেটমাধ্যম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy