গ্যাস সিলিন্ডারের মুখ খুলে রিল বানাচ্ছিলেন বৌদি এবং দেওর। বাতাসে ছেড়ে দিয়েছিলেন গ্যাস। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। তখনই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। গ্যাসে আগুন ধরে পুড়ে যায় সাত তলা বাড়ির একাধিক ফ্ল্যাট। সংবাদমাধ্যমের প্রতিবদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ওই বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) বৌদি-দেওর জুটিও আহত হয়েছেন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে গ্বালিয়রের ভিন্দ রোডের ‘দ্য লিগ্যাসি প্লাজা’ নামের একটি বাসভবনে দুর্ঘটনাটি ঘটে। সেখানেই এক তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন রঞ্জনা জাট নামে এক মহিলা। ৩৮ বছর বয়সি দেওর অনিল জাটের সঙ্গে মাঝেমধ্যেই রিল বানাতেন তিনি। রবিবার গভীর রাতেও তাঁরা রিল বানাচ্ছিলেন। রাত সওয়া ২টো নাগাদ প্রথম তলার ফ্ল্যাটে সিলিন্ডারের মুখ খুলে দিয়ে ক্যামেরাবন্দি করছিলেন সেই দৃশ্য। তখনই বিস্ফোরণ ঘটে। পুড়ে ছাই হয়ে যায় বহুতলের একাংশ। বাড়ির বিস্ফোরণ-পরবর্তী চেহারার ছবি-ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেগুলি। যদিও ওই ভিডিয়ো এবং ছবিগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বহুতলের একাংশ। ছবি: সংগৃহীত।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, রঞ্জনা ইচ্ছাকৃত ভাবে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেন এবং অনিল তা রেকর্ড করেছিলেন। প্রায় ১৭ মিনিট ধরে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। ফলে সিলিন্ডারের গ্যাস কগোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এর পর অনিল শুটিংয়ের জন্য আলো জ্বালালে সারা ঘরে আগুন ধরে যায়। সেই আগুন অচিরেই ছ়ড়়িয়ে পড়ে। আটটি ফ্ল্যাট পুড়ে যায়। আহত রঞ্জনা এবং অনিলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, সমজমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য রিল বানাতেন দেওর-বৌদি। তাঁদের দু’জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। খবরটি প্রকাশ্যে আসতে হইচইও পড়েছে নেটপাড়ায়।