একই ছবিতে আপনি হলিউড অভিনেত্রী মেরিলিন মনোরোকে দেখতে পারেন আবার দেখতে পারেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে। যে যা-ই দেখুন কোনওটিই কিন্তু ভুল নয়। শুধু আপনি কি দেখছেন, তা বলে দেবে আপনার চোখে চশমা ওঠার সময় হয়েছে কিনা।
বহু মানুষের উপর পরীক্ষা করেই এই ছবির পরীক্ষাকে মান্যতা দিয়েছে চক্ষু বিশেষজ্ঞরা। তাঁরা দেখেছেন এই ছবি চোখের ক্ষমতার ব্যাপারে খুব বিশদ জানাতে না পারলেও দূরের জিনিস দেখার ক্ষমতা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে পারে।
Who do you see, Albert Einstein or Marilyn Monroe? pic.twitter.com/WUlIAAwkSt
— Jason (@JA50Neth) August 27, 2023
যেমন, এই ছবিতে যদি আপনি চোখের সামনে বিজ্ঞানী আইনস্টাইনকে প্রথম দেখেন এবং চোখের কাছ থেকে দূরে নিয়ে গেলে ক্রমশ প্রকট হয় হলিউডের সোনালি চুলের লাস্যময়ী অভিনেত্রী মনোরোর ছবি। তবে আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার চোখ ভাল আছে। চশমার প্রয়োজন নেই আপনার।
আর যদি প্রথম দেখায় মনোরোকে দেখেন। ক্রমশ ছবিটি চোখের কাছে আনলে তবেই স্পষ্ট হয় আইনস্টাইনের মুখ। তাহলে বুঝতে হবে অবিলম্বে চোখের বিশেষজ্ঞকে দেখানোর প্রয়োজন পড়েছে।