সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন এক তরুণ। খালি গায়ে সমুদ্রের ধারে হেঁটে বেড়াচ্ছিলেন তিনি। হঠাৎ বালির উপর একটি সাদা কাঁকড়া দেখতে পেলেন তরুণ। তার পরেই তরুণের মাথায় খেলে গেল বদবুদ্ধি। বালির উপর হাতের ছায়া ফেলে কাঁকড়াটিকে ভয় দেখাতে শুরু করেন তিনি। কাঁকড়াটিও ছায়াকে তার ‘শত্রু’ ভেবে ‘লড়াই’ করতে শুরু করে। সমাজমাধ্যমে এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।
আরও পড়ুন:
‘ল্যাডবাইবেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ বালির উপর হাতের ছায়া ফেলছেন। আর সেই ছায়া দেখে ভয় পাচ্ছে একটি কাঁকড়া। তরুণও আঙুল নাড়িয়ে সেই ছায়া দিয়ে কাঁকড়াটিকে ‘আক্রমণ’ করার চেষ্টা করছেন।
অন্য দিকে চেনা পাড়ায় ‘অচেনা শত্রু’ দেখে আত্মরক্ষার প্রয়োজন বোধ করে কাঁকড়াটি। সামনের দাঁড়া দিয়ে সেই ছায়াটিকে ধরার হাজারো চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায় সে। তবুও হাল ছাড়ে না কাঁকড়াটি। সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে এ ভাবে একটি কাঁকড়াকে বিব্রত করে ভারী মজা পান তরুণ। মজার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন তিনি।