ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
‘কালো জাদু’ নিয়ে মজা করছিলেন জনা কয়েক তরুণ। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা গ্রামে। রসিকতা করতে গিয়ে গ্রামবাসীদের বিপদে ফেললেন তাঁরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও নেটাগরিকদের একাংশ তরুণদের সেই মজাকে ভাল ভাবে নেননি। বরং সমালোচনাই করেছেন। ভিডিয়োটির সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে কোনও কিছুর সাদা গুঁড়ো নিয়ে রাস্তায় আঁকিবুঁকি কাটছেন জনা কয়েক তরুণ। তার উপরে লাল রং করা বেশ কয়েকটি লেবু এবং লঙ্কাও রেখে দেন তাঁরা। এর পর তাঁরা সেখান থেকে চলে যান। অন্য দিকে, সকাল হতেই সেই দৃশ্য দেখে হাড়হিম হয়ে যায় স্থানীয়দের। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। গ্রামবাসীরা জল দিয়ে রাস্তা পরিষ্কার করে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। অন্য দিকে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো বিষয়টি দেখে হাসতে দেখা যায় ওই তরুণদের। সেই ঘটনার ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে।
ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পুরো গ্রামকে ভয় এবং উদ্বেগের মধ্যে ঠেলে দিয়েছেন এঁরা। এঁদের লজ্জা হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ওই দিন যদি গ্রামে কেউ মারা যান, তা হলে যে আতঙ্ক ছড়াবে তার দায় কে নেবে? এটা একটি রসিকতা করার বিষয়?’’
(এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় ভুল করে অন্য একটি ভিডিয়ো ব্যবহার করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy