একে অপরের কান এবং চুলের মুঠি ধরে মারামারি শাশুড়ি এবং পুত্রবধূর। ছবি: টুইটার।
সম্পত্তি নিয়ে বিবাদের জের। চুলোর মুঠি ধরে একে অপরকে মারধর করলেন শাশুড়ি এবং পুত্রবধূ। শাশুড়িকে কামড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই পুত্রবধূর বিরুদ্ধে। গুজরাতের সুরাতে এই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিয়োও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই পরিবারে অনেক দিন ধরেই সম্পত্তি নিয়ে গোলমাল চলছিল। তবে বিগত কয়েক দিনে সেই গণ্ডগোল চরম আকার ধারণ করে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বাড়ির সোফায় বসেছিলেন বৃদ্ধা। কাছেই দাঁড়িয়েছিলেন তাঁর পুত্রবধূ। সম্পত্তি নিয়ে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা চলতে চলতে হঠাৎই ওই পুত্রবধূ তাঁর শাশুড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। এর পর একে অপরের কান এবং চুলের মুঠি ধরে মারামারি শুরু করেন তাঁরা। উপস্থিত কয়েক জন মারপিট ছাড়ানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। মারামারির সময় ওই পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির মুখে কামড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। সেই দৃশ্যও ফুটে উঠেছে ভিডিয়োতে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Daughter-In-Law beats up and bites old mother-in-law in a fight over property. Take action against her @CP_SuratCity pic.twitter.com/8zr8RhDkUA
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) June 25, 2023
সংবাদমাধ্যম সূত্রের খবর, পুত্রবধূর উপর মারধরের অভিযোগ এনে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ শাশুড়ি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ব্যবহারকারী বিভিন্ন মন্তব্যও করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy