Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Viral Video

অমিতাভের নাতিকে দেখে জড়িয়ে ধরলেন রেখা, আশীর্বাদও করলেন, রইল ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বলিউডের সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রেখা। তাঁর পরনে সোনালি শাড়ি, কান থেকে লম্বা দুল ঝুলছে, খোঁপায় মালা। অগস্ত্যের সঙ্গে দেখা হতেই তাঁর দিকে এগিয়ে যান বর্ষীয়ান অভিনেত্রী।

Video of Rekha hugs Agastya Nanda, grandson of Amitabh Bachchan at Raj Kapoor Film Festival in Mumbai goes viral

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১১:৩৭
Share: Save:

বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। মুম্বইয়ে অভিনেতা তথা পরিচালক রাজ কপূরের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বলিউড তারকা, পরিচালক থেকে কপূর পরিবারের সদস্যেরা—কে ছিলেন না সেই অনুষ্ঠানে! আর সেখানেই অগস্ত্যের সঙ্গে দেখা হয় রেখার। অগস্ত্যকে দেখেই তাঁকে জড়িয়ে ধরেন রেখা। অগস্ত্যও নমস্কার করেন। কথা হয় দু’জনের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বলিউডের নক্ষত্রখচিত সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন রেখা। তাঁর পরনে সোনালি শাড়ি, কান থেকে লম্বা দুল ঝুলছে, খোঁপায় মালা। অগস্ত্যের সঙ্গে দেখা হতেই তাঁর দিকে এগিয়ে যান বর্ষীয়ান অভিনেত্রী। তাঁকে জড়িয়ে ধরেন। অগস্ত্যও নমস্কার করে শ্রদ্ধা জানান রেখাকে। অমিতাভের মেয়ে শ্বেতার পুত্র অগস্ত্য। মা শ্বেতা এবং বোন নভ্যা নাভেলির সঙ্গে অগস্ত্য সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন এসেছে বার বার। যার মধ্যে সব থেকে চর্চিত অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের কথা। যদিও এক সময়ে জয়ার মাধ্যমেই অমিতাভের সঙ্গে পরিচয় হয় রেখার। কানাঘুষো, অমিতাভর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান রেখা। পরিণতি পায়নি সেই ভালবাসা। কিন্তু বিভিন্ন সময় খোলাখুলি ভাবে অমিতাভের প্রতি নিজের ভালবাসার কথা জানান তিনি। বহু বছর আগের সম্পর্ক এখন আর তাজা নয়, তাঁদের নাকি সে ভাবে যোগাযোগও নেই বলেই শোনা যায়। তবে তার মধ্যে অমিতাভের নাতিকে দেখে রেখার প্রতিক্রিয়া নজর কেড়েছে নেটাগরিকদের। সমাজমাধ্যম রেডিটে শেয়ার করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

উল্লেখ্য, মুম্বইয়ে শুরু হয়েছে রাজ কপূর চলচ্চিত্র উৎসব। রাজ কপূরের জন্ম শতবার্ষিকী উদ্‌যাপন করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে রাজ কাপুরের সবচেয়ে বিখ্যাত ছবিগুলি দেখানো হবে, যার মধ্যে রয়েছে আগ, বারসাত, আওয়ারা, শ্রী ৪২০, জাগতে রহো, জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়, সঙ্গম, মেরা নাম জোকার, ববি এবং রাম তেরি গঙ্গা মেয়লি-র মতো ছবি।

অন্য বিষয়গুলি:

Viral Video Rekha Agastya Nanda Amitabh Bachchan Bollywood Celebs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy