জঙ্গলের মধ্যে একা একা ঘুরছিল একটি মহিষশাবক। শিকারের সুযোগ দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ল এক সিংহী। সন্তানের বিপদ বুঝে দূর থেকে সেখানে ছুটে গেল একটি মহিষ। শিং দিয়ে গুঁতো মেরে হিংস্র শিকারিদের তাড়ানোর আপ্রাণ চেষ্টা করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ডেনিস_কোশাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আফ্রিকার জঙ্গলে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক তরুণ। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মহিষশাবককে একা পেয়ে তাকে শিকার করতে ছুটে গেল একটি সিংহী। দূরে দাঁড়িয়ে তা লক্ষ করেছিল মহিষশাবকের মা।
সন্তানকে বাঁচাতে সে দিকে দৌড়ে গেল মহিষটি। শিং দিয়ে গুঁতো মেরে সিংহীকে তাড়িয়ে দিল সে। কিন্তু তাকে ঘিরে ধরল সিংহীর দল। সেখানে ছুটে এল ‘বনের রাজা’ও। একে একে পালা করে সকলে মহিষশাবকের ঘাড়ে কামড় দেওয়ার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে। একা সিংহীদের সঙ্গে লড়াই করে যাচ্ছে মহিষটি। বন্ধুর বিপদ দেখে সে দিকে ছুটে গেল অন্য মহিষেরা। মহিষের দলের তাড়া খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল হিংস্র শিকারিরা।