জঙ্গলের ভিতর নয়, বিশ্রামের জন্য আলাদা জায়গা খুঁজছিল চিতাবাঘ। বন্যপ্রাণীর ছবি তোলার জন্য জঙ্গলের ভিতর আলোকচিত্রশিল্পীদের তৈরি যে ছোট আস্তানা রয়েছে তা চোখে পড়ল চিতাবাঘের। সিঁড়ি বেয়ে সেখানে উঠে পড়ল সে। কিন্তু বিশ্রাম করতে গিয়ে যে এত পরিশ্রম হবে তা কে জানত! তাই সিঁড়ি দিয়ে উঠেই বসে পড়ল চিতাবাঘটি। জিভ বার করে হাঁফ ছাড়তে শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাফারি.ট্রাভেল.আইডিয়াজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিঁড়ি বেয়ে উপরে উঠছে একটি চিতাবাঘ। জঙ্গলের ভিতর বন্যপ্রাণীদের ছবি তোলার জন্য আলোকচিত্রশিল্পীদের জন্য যে আস্তানা রয়েছে, সেখানেই উঠছে চিতাবাঘটি।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্লাসেরি প্রাইভেট নেচার রিসার্ভে ঘটেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠেই ধপ করে বসে পড়ে সে। ক্লান্ত হয়ে জিভ বার করে ঘন ঘন হাঁফ ফেলছিল সে। ভিডিয়ো দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারা বিশ্রাম নিতে গেলেও যে এত পরিশ্রম করতে হবে তা বুঝতে পারেনি চিতাবাঘটি।’’ আবার এক জন আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘‘আস্তানায় যদি কোনও আলোকচিত্রশিল্পী থাকতেন তা হলে কী হত?’’